অসহায় লাগছে রায়নার। ফাইল ছবি
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। মরসুমের মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে আইপিএল। গোটা দেশ জুড়েই হাসপাতালে শয্যা, অক্সিজেন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসের অভাব। এসব দেখে মন কাঁদছে সুরেশ রায়নার। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারের মনে হচ্ছে, এত অসহায় অবস্থা তিনি আগে কোনওদিন দেখেননি।
সোমবারই চেন্নাই শিবিরের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি-সহ তিনজনের করোনা ধরা পড়ে। প্রতিযোগিতা বাতিল হয়ে গেলেও গোটা শিবির এখনও নিভৃতবাসে। তার মধ্যে রয়েছেন রায়নাও। আমদাবাদের শিবির থেকেই টুইট করে নিজের মনের অবস্থা ব্যক্ত করেছেন।
রায়না লিখেছেন, “করোনা আর কোনও মজার ব্যাপার নয়! অনেক জীবন ঝুঁকির সামনে রয়েছে। এত অসহায় আগে কখনও লাগেনি। আমরা যতই সাহায্য করতে চাই না কেন, কিছু না কিছু ঠিকই কম পড়ছে। একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর জন্য এ দেশের প্রতিটি মানুষের কুর্নিশ প্রাপ্য।”
This isn’t a joke anymore! So many lives at stake & never felt so helpless in life. No matter how much we want to help, but we are literally running out of resources. Every single person of this country deserves a salute right for standing by each other to save lives! #WeCandoit
— Suresh Raina (@ImRaina) May 4, 2021
আইপিএল মাঝপথেই বাতিল হয়ে যাওয়ায় বিরাট ক্ষতির মুখে বোর্ড। যদিও তারা নিশ্চিত যে পরে একসময় ঠিক এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy