সবাই একে একে ফিরলেও একা লড়ছেন এবি ডিভিলিয়ার্স ছবি - টুইটার
মার্কো জ্যানসেনের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। ৩ বলে ৪ রান তোলার পর চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান এবি ডিভিলিয়ার্স। দল তখন ৮ উইকেটে ১৫৮ রানে দাঁড়িয়ে। ফলে বিরাটের দলকে জিততে হলে ২ বলে ২ রান করতে হত। আর রোহিতের দরকার ছিল ২ বলে ২ উইকেট। পঞ্চম বলে সিরাজ মাথা ঠাণ্ডা রেখে ১ রান নেন। এরপর শেষ বলে এল জয়। ওভারের শেষ বলে ১ রান নিয়ে বিরাট কোহলীর দলকে প্রথম ম্যাচেই জয় এনে দিলেন ২৭ রানে ৫ উইকেট নেওয়া হর্ষল পটেল। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেল আরসিবি।
১৯ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তুলল আরসিবি। জিততে হলে ৬ বলে ৭ রান করতে হবে। শেষ ভরসা এবি ডিভিলিয়ার্স ২৫ বলে ৪৬ রানে ক্রিজে লড়ছেন।
১৮ ওভারে ৬ উইকেটে ১৪১ রান তুলল আরসিবি। জিততে হলে ১২ বলে ১৯ রান করতে হবে। শেষ ভরসা এবি ডিভিলিয়ার্স ২০ বলে ৩৪ রানে ক্রিজে লড়ছেন।
বিরাটের পর এ বার ড্যান ক্রিশ্চিয়ানকে ফেরালেন বুমরা। ১৭ ওভারে ৬ উইকেটে ১২৬ রান তুলল আরসিবি। জিততে হলে ১৮ বলে ৩৪ রান করতে হবে। শেষ ভরসা এবি ডিভিলিয়ার্স ১৫ বলে ২০ রানে ক্রিজে লড়ছেন।
১৬ ওভারে ৫ উইকেটে ১২১ রান তুলল আরসিবি। জিততে হলে ২৪ বলে ৩৯ রান করতে হবে। এবি ডিভিলিয়ার্স ১৩ বলে ১৮ ও ড্যান ক্রিশ্চিয়ান ১ রানে ক্রিজে আছেন।
একই ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ও শাহবাজ আহমেদকে আউট করে রোহিতের মুখে হাসি ফোটালেন মার্কো জ্যানসেন। ৩৯ রানে ফিরলেন ম্যাক্সওয়েল। ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান তুলল আরসিবি। জিততে হলে ৩০ বলে ৫৪ রান করতে হবে। লড়ছেন এবি ডিভিলিয়ার্স।
Marco Jansen with his maiden wicket in #VIVOIPL.
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
Picks up the big wicket of Glenn Maxwell.
Live - https://t.co/PiSqZirK1V #MIvRCB #VIVOIPL pic.twitter.com/1bDFFAjHI3
১৪ ওভারে ৩ উইকেটে ১০৩ রান তুলল আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে ৩৯ রানে ক্রিজে আছেন। আরসিবিকে ৩৬ বলে ৫৭ রান করতে হবে।
আইপিএলের মঞ্চে বিরাটকে চতুর্থবার আউট করলেন যশপ্রীত বুমরা। ৩৩ রানে ফিরলেন কোহলী। ১৩ ওভারে ৩ উইকেটে ৯৯ রান তুলল আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে ৩৭ রানে ক্রিজে আছেন। আরসিবিকে ৪২ বলে ৬১ রান করতে হবে।
১২ ওভারে ২ উইকেটে ৯৫ রান তুলল আরসিবি। বিরাট ২৮ বলে ৩৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ৩৪ রানে ক্রিজে আছেন। আরসিবিকে ৪৮ বলে ৬৫ রান করতে হবে।
বাইশ গজে বিরাটের সঙ্গে ম্যাড ম্যাক্সের তান্ডব। ১১ ওভারে ২ উইকেটে ৮৪ রান তুলল আরসিবি। বিরাট ২৫ বলে ৩০ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ২৬ রানে ক্রিজে আছেন। আরসিবিকে ৫৪ বলে ৭৬ রান করতে হবে।
১০ ওভারে ২ উইকেটে ৭৫ রান তুলল আরসিবি। বিরাট ২২ বলে ২৯ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ১৮ রানে ক্রিজে আছেন। আরসিবিকে ৬০ বলে ৮৫ রান করতে হবে।
৯ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলল আরসিবি। বিরাট ১৯ বলে ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ১৬ রানে ক্রিজে আছেন। আরসিবিকে ৬৬ বলে ৯১ রান করতে হবে।
রজত পতিদারকে ফেরালেন ট্রেন্ট বোল্ট। ৬ ওভারে ২ উইকেটে ৪৬ রান তুলল আরসিবি। বিরাট ১২ বলে ২০ রানে অপরাজিত আছেন।
১০ রানে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। ৫ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলল আরসিবি। বিরাট ১২ বলে ২০ রানে অপরাজিত আছেন।
Krunal Pandya picks up the first wicket for #MI
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
Sundar departs for 10.
Live - https://t.co/zXEJwz8oY0 #MIvRCB #VIVOIPL pic.twitter.com/yMMIzyHltG
৪ ওভারে ৩৫ রান তুলল আরসিবি। বিরাট ১১ বলে ১৯ ও ওয়াশিংটন ১৫ বলে ১০ রানে ক্রিজে আছেন।
৩ ওভারে ২১ রান তুলল আরসিবি। বিরাট ৯ ও ওয়াশিংটন ৭ রানে ক্রিজে আছেন।
ইনিংসের দ্বিতীয় বলেই ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ফস্কালেন রোহিত। ২ ওভারে ১৫ রান তুলল আরসিবি। বিরাট ৪ ও ওয়াশিংটন ৬ রানে ক্রিজে আছেন।
২০তম ওভারে দুরন্ত বোলিং করলেন হর্ষল পটেল। প্রথম বলে ক্রুণালকে আউট করার পর দ্বিতীয় বলেই পোলার্ডকে আউট করলেন গুজরাতের এই জোরে বোলার। তবে তাঁর হ্যাটট্রিক হল না। তৃতীয় বলে মার্কো জ্যানসেন বেঁচে গেলেও চতুর্থ বলেই ফেরালেন জ্যানসেনকে। ফলে আইপিএলে প্রথমবার পাঁচ উইকেট নিলেন এই ডানহাতি। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার সুবাদে ৮ উইকেটে ১৫৯ রান তুলে থেমে গেল মুম্বই। বিরাটের দলকে জয়ের জয়ের জন্য ১৬০ রান করতে হবে। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৪৯ রান করলেন ক্রিস লিন।
১৯ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান তুলল মুম্বই। ক্রুণাল ৭ ও পোলার্ড ৭ রানে ক্রিজে আছেন।
১৭.৩ ওভারে হর্ষল পটেলের বলে ডিপ স্কোয়ার লেগে ঈশানের সহজ ক্যাচ ছাড়লেন সিরাজ। যদিও পরের বলেই লেগ বিফোর হয়ে ২৮ রানে ফিরলেন এই বাঁহাতি। ১৮ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলল মুম্বই।
Harshal Patel picks up his second wicket of the game.
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
Ishan Kishan departs for 28.
Live - https://t.co/9HI54vpf2I #MIvRCB #VIVOIPL pic.twitter.com/fD3bjxuTA7
১৭ ওভারে ৪ উইকেটে ১৪২ রান তুলল মুম্বই। ইশান ১৭ বলে ২৬ ও পোলার্ড ৩ বলে ১ রানে ক্রিজে আছেন।
ক্রিস লিনের পর এ বার ফিরলেন হার্দিক, ম্যাচে জমিয়ে বসেছে বিরাটের আরসিবি। ১৬ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান তুলল মুম্বই।
১৫ ওভারে ৩ উইকেটে ১২৮ রান তুলল মুম্বই। ঈশান কিশন ২০ ও হার্দিক ৭ রানে ক্রিজে রয়েছেন।
১৪ ওভারে ৩ উইকেটে ১২০ রান তুলল মুম্বই।
অর্ধ শতরান করলেও বড় রান করতে ব্যর্থ ক্রিস লিন। ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে ফিরলেন ৪৯ রানে। ১৩ ওভারে ৩ উইকেটে ১০৫ রান তুলল মুম্বই।
That moment when you get the big wicket of Chris Lynn.
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
Live - https://t.co/zXEJwz8oY0 #MIvRCB #VIVOIPL pic.twitter.com/wce5fr1RtL
১২ ওভারে ১ উইকেটে ৯৮ রান তুলল মুম্বই। ক্রিস লিন ৩২ বলে ৪৪ রানে ক্রিজে আছেন।
সূর্য কুমারকে ৩১ রানে আউট করে আরসিবিকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন কাইল জেমিসন। ৯৪ রানে ২ উইকেট হারাল রহিতের দল ১১ ওভারে ১ উইকেটে ৮৬ রান তুলল মুম্বই। ক্রিস লিন ৩০ বলে ৪৩ রানে ক্রিজে আছেন।
দারুণ বোলিং করে বিরাটের মুখে হাসি ফোটাচ্ছেন চহাল। ১০ ওভারে ১ উইকেটে ৮৬ রান তুলল মুম্বই। ক্রিস লিন ২৮ বলে ৪১ ও সূর্য ১৮ বলে ২৪ রানে ক্রিজে আছেন।
৯ ওভারে ১ উইকেটে ৮৩ রান তুলল মুম্বই। ক্রিস লিন ২৫ বলে ৪০ ও সূর্য ১৫ বলে ২২ রানে ক্রিজে আছেন।
৮ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলল মুম্বই। ক্রিস লিন ৩৩ ও সূর্য ১৭ রানে ক্রিজে আছেন।
বাড়ছে রানের গতি। ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান তুলল মুম্বই। ক্রিস লিন ২৫ ও সূর্য ১১ রানে ক্রিজে আছেন।
৬ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলল মুম্বই। ক্রিস লিন ১৩ ও সূর্য ৯ রানে ক্রিজে আছেন।
৬ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলল মুম্বই। ক্রিস লিন ১৩ ও সূর্য ৯ রানে ক্রিজে আছেন।
৫ ওভারে ১ উইকেটে ৩০ রান তুলল মুম্বই। ক্রিস লিন ৬ ও সূর্য ৫ রানে ক্রিজে আছেন।
চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস লিনের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে ১৯ রানে সাজঘরে ফিরলেন রোহিত। ৪ ওভারে ১ উইকেটে ২৪ রান তুলল মুম্বই।
রোহিতের ক্যাচ ফস্কালেন ৬ ফুট ৮ ইঞ্চির কাইল জেমিসন। ৩ ওভারে ১২ রান তুলল মুম্বই। রোহিত ১২ ও ক্রিস লিন ০ রানে ক্রিজে আছেন।
২ ওভারে ৬ রান তুলল মুম্বই। রোহিত ৬ ও ক্রিস লিন ০ রানে ক্রিজে আছেন।
১ ওভারে ৫ রান তুলল মুম্বই। রোহিত ৫ ও ক্রিস লিন ০ রানে ক্রিজে আছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: বিরাট কোহলী, রজত পতিদার, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা, ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, মার্কো জ্যানসেন, যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব
#RCB Captain @imVkohli wins the toss and elects to bowl first against #MumbaiIndians in the season opener of #VIVOIPL 2021.
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
Follow the game here - https://t.co/9HI54vpf2I #MIvRCB pic.twitter.com/haOAZAEUfx
চেন্নাইতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলী।
.@lynny50 receives his cap from Captain @ImRo45 and is all set to make his debut in the blue and gold.#VIVOIPL #MIvRCB pic.twitter.com/WFdMY9KRGK
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। বিরাটদের বিরুদ্ধে ১৫টি ইনিংসে নিয়েছেন ১৯টি উইকেট।
In the zone - Captain @imVkohli #VIVOIPL #MIvRCB pic.twitter.com/yniS6PbsbO
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চহাল। মুম্বইয়ের বিরুদ্ধে ১৩টি ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলী। আপাতত ২৬টি ইনিংসে তাঁর রান ৬৩৭ রান। আইপিএলে দুই দলের মোকাবিলায় তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। রোহিতের দলের বিরুদ্ধে বিরাটের সর্বোচ্চ রান অপরাজিত ৯২।
বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে সবচেয়ে বেশি রান করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। ২৬টি ইনিংসে তাঁর রান ৫৩৯। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের সর্বোচ্চ ৭০ রান। আইপিএলে দুই দলের মধ্যে লড়াইয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পোলার্ড। দ্বিতীয় স্থানে আছেন এবি ডিভিলিয়ার্স।
It's time to 𝑹𝑶ar 💙
— Mumbai Indians (@mipaltan) April 9, 2021
Paltan, 1⃣ hour to go ⌛#OneFamily #MumbaiIndians #MI #MIvRCB #IPL2021 @ImRo45 pic.twitter.com/MwHP7OWPEG
২০২০ সালের আইপিএলের প্রথম ম্যাচেই সুপার ওভারে জিতেছিল আরসিবি। তবে ফিরতি ম্যাচে ৫ উইকেটে জিতে মাঠ ছাড়ে মুম্বই।
১২টি মরসুমে একাধিকবার দুই দলের মুখোমুখি সাক্ষাত হয়েছে। এখনও পর্যন্ত ২৭ ম্যাচে মুম্বই ১৭টি ম্যাচে জয়লাভ করেছে। আরসিবি জিতেছে ১০ ম্যাচে।
Huddle talk ahead of the season opener ✅#VIVOIPL #MIvRCB pic.twitter.com/ghPMnR9bCp
— IndianPremierLeague (@IPL) April 9, 2021
১৩তম সংস্করণে এ বারের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। বরাবরের মতো এ বারও বিরাট কোহলী ও রোহিত শর্মার দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy