এর আগে বিরাটের নেতৃত্বে খেলেছেন মইন। ফাইল ছবি
চিপকের ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আট উইকেট পেয়েছিলেন মইন আলি। মাস দুয়েক পরে আবার একই স্টেডিয়ামে ফিরতে চলেছেন তিনি। এ বার জো রুট নয়, হলুদ জার্সিতে তিনি খেলবেন মহেন্দ্র সিংহ ধোনির অধীনে। বিরাট কোহালির নেতৃত্বে খেলার পর এ বার তাঁর নেতা ধোনি। সেই কথা ভেবে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন ইংরেজ স্পিনার।
বৃহস্পতিবার ৭ কোটি টাকায় তাঁকে কিনেছে চেন্নাই সুপার কিংস। তার পরেই মইন বলেছেন, “সিএসকে-র হয়ে এ বার খেলতে পারব ভেবে উত্তেজনায় মুখিয়ে রয়েছি। এমএস ধোনির অধীনে খেলা অসাধারণ অভিজ্ঞতা। বেশির ভাগ ক্রিকেটারই এই অভিজ্ঞতার জন্য অপেক্ষা করে থাকে। চেন্নাইয়ে যাওয়া নিঃসন্দেহে আমার কাছে এ বছরের সেরা ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”
এখনও পর্যন্ত আইপিএলে ১৯টি ম্যাচ খেলেছেন মইন। ব্যাট হাতে ৩০৯ রানের পাশাপাশি ১০টি উইকেট রয়েছে তাঁর। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট খেলার পর দেশে ফিরে গিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy