চিন্তায় রোহিত। —ফাইল চিত্র
মুম্বই ইন্ডিয়ান্স দলে এ বার করোনাহানা। আক্রান্ত হলেন কিরণ মোরে। মুম্বই দলে তিনি উইকেটরক্ষক পরামর্শদাতা হিসেবে যুক্ত। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আরও ৩ মাঠকর্মী করোনা আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ৪৭ হাজারের বেশি।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, কোনও উপসর্গ নেই মোরের। নিভৃতবাসে রয়েছেন তিনি। মুম্বই দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন মোরে। ওয়াংখেড়ের ১০ জন মাঠকর্মী আগেই আক্রান্ত হয়েছিলেন। এ বার আরও ৩ জন আক্রান্ত হলেন। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৯৮২ জন আক্রান্ত হয়েছেন।
৬ শহরে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। এখনও অবধি সেই পরিকল্পনায় কোনও পরিবর্তন করেনি বিসিসিআই। দর্শকহীন ভাবেই হবে এ বারের আইপিএল। ১০ এপ্রিল মুম্বইয়ে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দিল্লি ক্যাপিটালস দলে অক্ষর পটেল, চেন্নাই সুপার কিংস দলের এক কর্তা-সহ একাধিক জন করোনা আক্রান্ত। করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশে, তার মাঝেই আইপিএল-এর সূচনা ৯ এপ্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে খেলোয়াড়দের টিকা দেওয়ার ব্যাপারে বোর্ড কথা বলতে পারে বলেও মনে করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy