দীপকের সঙ্গে জয়া টুইটার
বৃহস্পতিবার ম্যাচের পরে দর্শকাসনে বসে থাকা বান্ধবী জয়া ভরদ্বাজকে প্রেমের প্রস্তাব দেন দীপক চাহার। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়। ভাইয়ের কাণ্ড দেখে দারুণ খুশি বোন মালতী চাহার।
নেটমাধ্যমে মালতী তাঁর বৌদির পরিচয় জানিয়ে লেখেন, ‘আমি বৌদি পেয়ে গিয়েছি। ও বিদেশী নয়, দিল্লির মেয়ে জয়া ভরদ্বাজ।’
সংযুক্ত আরব আমিরশাহিতে সিএসকে দলের সঙ্গেই রয়েছেন জয়া। রিজার্ভ ক্রিকেটার হিসেবে দীপক ভারতের টি২০ বিশ্বকাপ দলেও রয়েছেন। ফলে আরও বেশ কিছুদিন দীপকের সঙ্গেই মরুশহরে থাকবেন জয়া।
And my brother is taken❤️💍 @deepak_chahar9
— Malti Chahar (@ChaharMalti) October 7, 2021
Lo mil gayi bhabhi😁. She is Jaya Bharadwaj and she isn’t a foreigner…Delhi Ki ladki h.
God bless you both😘#engagement #love pic.twitter.com/DbMMxKwIJ7
পঞ্জাব কিংসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে হারতে হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দলকে। বৃহস্পতিবার সেই ম্যাচের পরেই গ্যালারিতে জয়াকে প্রেমের প্রস্তাব দেন দীপক।
শেষ দুটি ম্যাচে হারলেও দ্বিতীয় স্থানে থাকল চেন্নাই। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy