ফের হার মর্গ্যানদের।
রাহুল ফেরার পরের বলেই সটান ছয় মারলেন শাহরুখ খান। ম্যাচ জিতল পঞ্জাব।
কেকেআর বোলারদের পিটিয়ে অর্ধশতরান করে ফেললেন রাহুল।
কেকেআর বোলাররা এখনও উইকেট পেলেন না। ক্রিজে রয়েছেন রাহুল (২১) এবং ময়াঙ্ক (৩৯)।
ওপেনিং জুটিতে শুরুটা ভাল করলেন রাহুল এবং ময়াঙ্ক।
শেষ বলে আউট হলেন কার্তিক। কেকেআর থামল ১৬৫ রানে। শেষ কয়েক ওভারে রান তোলার গতি অনেকটাই কম ছিল।
কঠিন রান নিতে গিয়ে শামির থ্রোয়ে রান আউট হয়ে ফিরলেন টিম সেফার্ট।
শামির বলে ফিরলেন মর্গ্যান। পঞ্জাব ম্যাচেও তাঁর ব্যাটে খরা।
ফের রানে ফিরলেন বেঙ্কটেশ। অর্ধশতরান করলেন পঞ্জাবের বিরুদ্ধে।
Venkatesh Iyer is on song!
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Brings up a fine FIFTY off 39 deliveries.
His 2nd in #VIVOIPL
Live - https://t.co/lUTQhNQURm #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/QfV9iCK74e
দ্বিতীয় ধাক্কা খেল কেকেআর। রবি বিষ্ণোইয়ের বলে ফিরলেন রাহুল (৩৪)।
ধাক্কা সামলে বড় রান গড়ার দিকে কেকেআর। ক্রিজে বেঙ্কটেশ (৪৫) এবং রাহুল (২৩)।
A brilliant 50-run partnership comes up between Venkatesh Iyer and Rahul Tripathi 💪💪
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Live - https://t.co/lUTQhNQURm #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/MXzA8Q5AZQ
অর্শদীপ সিংহের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন শুভমন। প্রথম উইকেট হারাল কলকাতা।
Arshdeep Singh strikes!
— IndianPremierLeague (@IPL) October 1, 2021
Gorgeous late inswing and Gill is bowled through the gate. That is a special delivery and @arshdeepsinghh's fine IPL continues.
Live - https://t.co/C6sG1POS40 #KKRvPBKS #VIVOIPL pic.twitter.com/f6Atxn08WQ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy