শেষ হাসি হাসলেন ধোনিই। ফাইল ছবি
অঘটন হল না। শেষ ওভারে নারাইন দুটি উইকেট নিলেও এড়ানো গেল না চেন্নাইয়ের জয়। কলকাতাকে হারিয়ে দিল ২ উইকেটে।
ম্যাচ বেরিয়ে গেল কেকেআর-এর হাত থেকে। ১৯তম ওভারে ২২ রান দিলেন প্রসিদ্ধ।
চালিয়ে খেলতে বরুণের বলে বোকা বনলেন ধোনি। সরাসরি বোল্ড হয়ে গেলেন।
দ্রুত দু’রান নিতে গিয়ে রান আউট রায়না। পাঁচ উইকেট পড়ল সিএসকে-র।
নারাইনের দুর্দান্ত বলে বোল্ড রায়ডু। তৃতীয় উইকেট হারাল চেন্নাই।
GONE! ☝️
— IndianPremierLeague (@IPL) September 26, 2021
Sunil Narine gets Ambati Rayudu out as @KKRiders scalp the third #CSK wicket. 👍👍 #VIVOIPL #CSKvKKR
Follow the match 👉 https://t.co/l5Nq3WwQt1 pic.twitter.com/3wJbuOQwKY
মারমুখী হয়ে ওঠা দু’প্লেসিকে দুরন্ত ক্যাচে ফেরালেন ফার্গুসন।
উইকেট পড়লেও চেন্নাই ব্যাটারদের মারকুটে মনোভাবের কোনও বদল নেই। রাসেল, ফার্গুসন, কোনও বোলারই রেহাই পাচ্ছেন না।
চেন্নাইয়ের ওপেনিং জুটি ভাঙল। ২৮ বলে ৪০ করে ফিরলেন রুতুরাজ।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চেন্নাইয়ের রান ৫০ পেরিয়ে গেল।
কেকেআর বোলারদের রেয়াত করছেন না চেন্নাইয়ের ওপেনাররা। ফাফ দু’প্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় দুরন্ত শুরু করলেন।
শেষ দিকে নীতীশ রানার ২৭ বলে ৩৭ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে ১৭১-৬ তুলল কেকেআর।
কার্তিক এবং নীতীশের সৌজন্যে দেড়শোর গন্ডি পেরোল কলকাতা।
শার্দূলের বলে বোল্ড হলেন রাসেল। ২০ রানে সাজঘরে ফিরলেন তিনি।
Wicket! Got him! @imShard's weaved his magic wand once again! It was there to be hit, but Russell gets a big inside edge and drags on!
— IndianPremierLeague (@IPL) September 26, 2021
Russell gone for 20.
Live - https://t.co/l5Nq3WffBt #CSKvKKR #VIVOIPL pic.twitter.com/aFVCxR78QG
কারেনের ওভার থেকে এল ১৪। উইকেটে এসেই চালিয়ে খেলতে শুরু করেছেন আন্দ্রে রাসেল।
জশ হ্যাজলউডকে ছক্কা মেরে কেকেআর-এর রান একশোর গন্ডি পার করালেন নীতীশ রানা।
অর্ধশতরানের থেকে ৫ রান দূরে ছিলেন তিনি। কিন্তু রবীন্দ্র জাডেজার বল বুঝতে না পেরে বোল্ড হলেন।
Jadeja strikes!
— IndianPremierLeague (@IPL) September 26, 2021
Rahul Tripathi is bowled for 45.
Live - https://t.co/l5Nq3WwQt1 #CSKvKKR #VIVOIPL pic.twitter.com/mxbXHZCYGU
জুটি বেশিক্ষণ টিকল না। দশম ওভারের প্রথম বলেই ফিরে গেলেন ক্যাপ্টেন মর্গ্যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy