উইকেট পেয়ে উচ্ছ্বাস কোহলীদের। ছবি আইপিএল
২০ ওভারে কলকাতা ১৬৬-৮। আরসিবি-র কাছে হেরে গেল ৩৮ রানে।
উইকেট। শেষ ওভারে হর্ষলের বলে ভেঙে গেল রাসেলের স্টাম্প।
উইকেট। জেমিসনকে চার মেরে পরের বলেই আউট কামিন্স।
উইকেট। জেমিসনের বলে উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন শাকিব। বল স্টাম্প ভেঙে দিল।
১৭ ওভারে কেকেআর ১৪৬-৫। রাসেল এবং শাকিব মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
উইকেট। বেশিক্ষণ খেলতে পারলেন না মর্গ্যান। ২৩ বলে ২৯ করেই তাঁর দৌড় শেষ।
উইকেট। চহালের সোজা বলও খেলতে পারলেন না দীনেশ কার্তিক। ফিরলেন এলবিডব্লিউ হয়ে।
উইকেট। ফিরলেন নীতীশ রানাও। তৃতীয় উইকেট হারাল কেকেআর।
উইকেট। ভাল খেলতে খেলতেও ভুল শটে আউট হলেন ত্রিপাঠী।
৫ ওভারে কেকেআর ৪৫-১। ভাল খেলছেন ত্রিপাঠী।
OUT! ☝️@yuzi_chahal strikes to scalp his first wicket of the #VIVOIPL season. 👏👏@RCBTweets pick the third #KKR wicket as Nitish Rana departs. #RCBvKKR
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
Follow the match 👉 https://t.co/sgj6gqp6tS pic.twitter.com/KGslKrzV7v
উইকেট। কাইল জেমিসনকে পরপর দুটি ছক্কা মেরেও আউট হয়ে গেলেন শুভমন গিল।
ব্যাট করতে নামল কেকেআর।
যেমন জঘন্য ফিল্ডিং কলকাতার, ততটাই খারাপ বোলিং। ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্সের দাপটে দুশো পেরিয়ে থামল আরসিবি। জিততে গেলে মর্গ্যানদের চাই ২০৫।
২০ ওভারে আরসিবি ২০৪-৪।
অর্ধশতরান। হরভজনকে ছক্কা মেরে ৫০ পেরোলেন ডিভিলিয়ার্স।
5⃣0⃣ off 2⃣7⃣ balls! 🔥🔥
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
The ABD show is running in full swing! 👏👏#VIVOIPL #RCBvKKR
Follow the match 👉 https://t.co/sgj6gqp6tS pic.twitter.com/ODtZS2CA5O
১৮ ওভারে আরসিবি ১৬৫-৩। রাসেল প্রথম ওভারেই দিলেন ১৭।
উইকেট। কামিন্সের শর্ট বল সামলাতে না পেরে ফিরলেন ম্যাক্সওয়েল। তবে ক্রিজে এখনও রয়েছেন ডিভিলিয়ার্স।
১৫ ওভারে আরসিবি ১৩৪-৩। ক্রিজে আপাতত দাপট দেখাচ্ছেন ম্যাক্সওয়েল এবং ডিভিলিয়ার্স।
উইকেট। ত্রিপাঠীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পাড়িক্কল। উইকেট নিলেন প্রসিদ্ধ।
১১ ওভারে আরসিবি ৯৫-২।
অর্ধশতরান। টানা দ্বিতীয় ম্যাচে ৫০ পেরোলেন ম্যাক্সওয়েল। ভাল ছন্দে রয়েছেন তিনি।
৯ ওভারে আরসিবি ৭৮-২।
৬ ওভারে আরসিবি ৪৫-২। ১৭ রান খেলেন শাকিব। উইকেটে থিতু হচ্ছেন ম্যাক্সওয়েল।
দিনের প্রথম ছক্কা মারলেন ম্যাক্সওয়েল, শাকিবের বলে।
৫ ওভারে আরসিবি ২৮-২। জোড়া ঝটকা দিলেও বরুণকে আর আনা হল না।
৩ ওভারে আরসিবি ১২-২। বল করতে এলেন শাকিব।
উইকেট। আবার ঝটকা দিলেন বরুণ চক্রবর্তী। বোল্ড হলেন রজত পতিদার।
উইকেট। আউট কোহলী। অনেকটা দৌড়ে ক্যাচ ধরলেন রাহুল ত্রিপাঠীর।
১ ওভার। ৬ রান তুলল আরসিবি।
খেলা শুরু। দ্বিতীয় বলেই নো হরভজনের।
কলকাতার দলে কোনও পরিবর্তন নেই। আরসিবি-তে ড্যান ক্রিশ্চিয়ানের জায়গায় রজত পতিদার।
টসে হারলেন মর্গ্যান। ব্যাটিং নিলেন কোহলী।
#RCB have won the toss and they will bat first against #KKR in Match 10 of #VIVOIPL.
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
Follow the game here - https://t.co/OBmT3wfu6G pic.twitter.com/mYaZUcG5WQ
Huddle talk ✅
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
Will #RCB make it three wins in a row?#VIVOIPL #RCBvKKR pic.twitter.com/rRTDOcyz5t
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জেতার পর দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বিরাট কোহলীর আরসিবি-র বিরুদ্ধে কঠিন ম্যাচে নামতে চলেছে অইন মর্গ্যানের দল।
চলতি আইপিএল-এ দুটি ম্যাচেই জিতেছে আরসিবি। কোহলীরা ফুটছেন আত্মবিশ্বাসে। কেকেআর-কে হারিয়ে লিগ তালিকায় শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য তাদের।
বছর দুয়েক আগে আরসিবি-র বিরুদ্ধে একটি ম্যাচেই জ্বলে উঠতে দেখা গিয়েছিল আন্দ্রে রাসেলকে। রবিবার কি তিনি জ্বলে উঠতে পারবেন? দ্বিতীয় ম্যাচে বল হাতে পাঁচ উইকেট নিলেও, ব্যাট হাতে রাসেল দলকে জেতাতে ব্যর্থ। সমান দোষ প্রাপ্য দীনেশ কার্তিকেরও। তিনিও প্রচুর বল খরচ করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy