দ্রুত লক্ষ্যে পৌঁছতে চাইছেন গিলরা টুইটার
দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচে সহজেই জিতল কেকেআর
যুজবেন্দ্র চহালের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল। ক্রিজে এলেন রাসেল।
৮২ রান করে ফেলেছে কেকেআর। হাতে এখনও ১০ উইকেট।
৬ ওভারে ৫৬ রান তুলে ফেলেছে কেকেআর।
দু' ওভারের শেষে একটাও উইকেট না হারিয়ে ২০ রান করে ফেলেছে কেকেআর।
প্রথম ওভারেই এল ১০ রান দুটি চার মারলেন প্রথম ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ আইয়ার।
আট উইকেট পড়ে গেল আরসিবি-র। রান আউট হলেন কাইল জেমিসন। ১৬ ওভার শেষে ৭৯ রানে আট উইকেট।
ম্যাক্সওয়েলের পরই ওয়ানিদু হাসরঙ্গ। হ্যাটট্রিকের সামনে বরুণ।
১০ রান করে আউট ম্যাক্সওয়েল। ৬৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে আরসিবি।
আন্দ্রে রাসেলের ইয়র্কার বলে বোল্ড এবি ডিভিলিয়ার্স। ন'ওভার শেষে ৫২ রানে চার উইকেট খুইয়ে বিরাট চাপে আরসিবি।
Another BIG Wicket as @Russell12A strikes again and removes AB de Villiers for a duck.
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
Live - https://t.co/iUcKgUAEzT #KKRvRCB #VIVOIPL pic.twitter.com/H7jkWwnOhu
তিন উইকেট খুইয়ে ফেলল আরসিবি। রাসেলের বলে ১৬ রান করে আউট ভারত।
২২ রান করে সাজঘরে ফিরলেন আরসিবি ওপেনার। আপার কাট খেলতে গিয়ে লকি ফার্গুসনের বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
Another wicket falls for #RCB as Devdutt Padikkal departs for 22.#RCB lose both it's openers in the powerplay.
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
Live - https://t.co/1A9oYR0vsK #KKRvRCB #VIVOIPL pic.twitter.com/C05rChu5oY
বিরাটের উইকেট খুইয়েও ভাল খেলছেন পাড়িক্কল। ফের বাউন্ডারি মারলেন তিনি।
বোলার লকি ফার্গুসনের মাথার উপর দিয়ে শট পাড়িক্কলের। দ্বিতীয় বাউন্ডারি আরসিবি-র। ৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২০ রান করেছে আরসিবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy