হোটেলে দীনেশ কার্তিক। ছবি টুইটার
আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরুর দিকে এক ধাপ এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিক-সহ একাধিক ক্রিকেটার বাধ্যতামূলক সাত দিনের নিভৃতবাসে ঢুকে গেলেন। রবিবার মুম্বইয়ে হোটেলে ঢুকে পড়েন তাঁরা। বিমানে উঠে পড়েছেন আন্দ্রে রাসেলও। তিনিও শীঘ্রই শিবিরে যোগ দেবেন।
কেকেআরের টুইটারে পোস্ট করা ছবি থেকে দেখা গিয়েছে, দীনেশ কার্তিক, সহকারী কোচ অভিষেক নায়ার, জোরে বোলার কমলেশ নগরকোটি এবং ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি হোটেলে ঢুকছেন। নিভৃতবাস পর্ব কাটিয়েই এই ক্রিকেটাররা প্রস্তুতি শিবির শুরু করে দেবেন বলে জানা গিয়েছে।
গত বার নাইটদের মরসুম একেবারেই ভাল যায়নি। লিগ তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। মরসুমের মাঝপথেই কার্তিককে সরিয়ে অইন মর্গ্যানকে অধিনায়ক করে দেওয়া হয়। সম্প্রতি তারা নিলামে হরভজন সিংহ, শাকিব আল-হাসানের মতো ক্রিকেটারদের নিয়েছে। এসেছেন অস্ট্রেলিয়ার বেন কাটিংও। টেস্টে ভারতের হয়ে ত্রিশতরানকারী এবং কর্ণাটকের অভিজ্ঞ ব্যাটসম্যান করুণ নায়ারও নাইটদের দলে ঢুকেছেন।
IT'S QUARANTIME and the #Knights are checking in for the season! ✅
— KolkataKnightRiders (@KKRiders) March 21, 2021
The beginning of the camp is just around the corner... ⏳@DineshKarthik @abhisheknayar1 @ImRTripathi #KamleshNagarkoti #HaiTaiyaar #IPL2021 pic.twitter.com/KM84PxOPw9
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy