লড়াইয়ের কথা মর্গ্যানদের মুখে। ছবি আইপিএল
নকআউটের মতো গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে জিতেও শেষ ধাপ পেরোতে পারল কলকাতা। ফাইনালে এসে হারতে হল চেন্নাইয়ের কাছে। কিন্তু ভারতের মাটিতে প্রথম পর্বে খারাপ পারফরম্যান্সের পরেও যে ভাবে আমিরশাহিতে ঘুরে দাঁড়িয়েছে গোটা দল, তাতে সতীর্থদের প্রতি গর্বিত অধিনায়ক অইন মর্গ্যান।
ম্যাচের পর পুরস্কার বিতরণীতে এসে বললেন, “যে লড়াই আমরা করেছি তাতে গোটা দলের প্রতি অত্যন্ত গর্বিত। দলের চারিত্রিক দৃঢ়তা এবং লড়াকু মানসিকতা ভালই বোঝা গিয়েছে। আমাদের মালিক, শাহরুখ এবং বেঙ্কিও খুব সমর্থন করেছে।”
Not the way we wanted to end the season but it’s been a journey to remember. Thank you to all you fans for believing in us & always getting behind us in not only the good times but the toughest of times as well.
— KolkataKnightRiders (@KKRiders) October 15, 2021
For the fans. For the badge. Always. #KKR #AmiKKR #WeAreKKR pic.twitter.com/R6WlnCpufg
শুক্রবার দুই ওপেনার লড়াইকে যেমন কুর্নিশ করলেন, তেমনই মর্গ্যানের মুখে আলাদা করে উঠে এল চোট পাওয়া রাহুল ত্রিপাঠির কথা। বলেছেন, “আয়ার এবং গিল অসাধারণ খেলেছে গত কয়েকটা ম্যাচে। বেঙ্কটেশ এই মঞ্চে নতুন। কিন্তু কোনওদিন সেটা বুঝতে দেয়নি। ওরাই ছিল আমাদের ব্যাটিংয়ের মূলস্তম্ভ। ত্রিপাঠি আজ নিজের সেরাটা দিতেই নেমেছিল। ওর চোট পাওয়াটা নেহাতই দুর্ভাগ্যজনক।”
কোচ ব্রেন্ডন ম্যাকালাম বললেন, “দলের প্রত্যেককে নিয়ে আমি গর্বিত। এ মরসুমের যাত্রাটাই অসাধারণ। কিছু কিছু জিনিস সারাজীবন আমাদের মনে থেকে যাবে। শেষ ধাপে এসে ব্যর্থ হলে অনেক প্রশ্নই উঠে আসে। কিন্তু সে সব আপাতত মাথায় রাখতে চাই না। তরুণ ক্রিকেটাররা যে ভাবে দলকে সাহায্য করতে এগিয়ে এসেছে, তা প্রশংসনীয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy