কেভিন পিটারসেন। ফাইল ছবি
আইপিএলই যে ক্রিকেট বিশ্বের ‘সব থেকে বড় অনুষ্ঠান’, এটা মাথায় রাখা উচিত বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের। তাই ওই সময় কোনও আন্তর্জাতিক ক্রিকেট রাখাই উচিত নয়। এমনই বললেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের দেখে তাঁর এমন ভাবনা মাথায় এসেছে বলে জানিয়েছেন।
আগামী ২ জুন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ বারের আইপিএলে ১৪ জন ইংরেজ ক্রিকেটার রয়েছেন, যাঁদের অনেকেই বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের সদস্য। ফলে তাঁদের আইপিএল দল নক-আউট পর্বে উঠলে হয় সেই ম্যাচে তাঁদের খেলা হবে না অথবা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে হবে।
ইসিবি-র কর্তা অ্যাশলে জাইলস যদিও আগেই বলেছেন যে ক্রিকেটারদের ফেরার ব্যাপারে কোনও জোরাজুরি তাঁরা করবেন না। সেই প্রেক্ষিতেই পিটারসেনের টুইট, “ক্রিকেট বোর্ডগুলিকে বুঝতে হবে আইপিএল সব থেকে বড় শো। তাই এই প্রতিযোগিতা চলার সময় কোনও আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয়। খুব খুব সহজ ব্যাপার এটা।”
Cricket boards need to realise that the @IPL is the biggest show in town.
— Kevin Pietersen🦏 (@KP24) April 2, 2021
DO NOT schedule ANY international games whilst it’s on.
V v v simple!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy