ব্যথিত অশ্বিন। ফাইল ছবি
আইপিএল খেলতে ব্যস্ত তিনি। জৈব সুরক্ষা বলয়ে থেকে খেললেও দেশজুড়ে কোভিডের কারণে মৃত্যুমিছিল তাঁর চোখ এড়ায়নি। সে কারণেই ব্যথিত রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি ক্যাপিটালসের স্পিনার জানিয়েছেন, সাধ্যমতো মানুষকে সাহায্য করতে তৈরি তিনি।
রোজই দেশে ৩ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সামাজিক বিভিন্ন ব্যাপারে এর আগেও সাহায্য করেছেন অশ্বিন। টুইট করে লিখেছেন, ‘আমার দেশে যা হচ্ছে তা দেখে আমি ব্যথিত! আমি স্বাস্থ্যকর্মীদের দলে পড়ি না। কিন্তু তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা রয়েছে। প্রতিটি ভারতীয়র কাছে আমার আবেদন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন’।
এখানেই থামেননি অশ্বিন। সঙ্গে লিখেছেন, ‘আমি জানি অনেক মানুষ এই টুইট দেখে ভাববেন আমি কতটা ভাল আছি। আমি আবারও এটাই বলতে চাই যে, এই ভাইরাস কাউকে ছাড়ে না। এই লড়াইয়ে আমিও আপনাদের সঙ্গে রয়েছি। যদি আমি কোনও দরকারে লাগি তাহলে অবশ্যই আমাকে জানান। আমি সাধ্যমতো তাঁকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব’।
I know there will be people who will retort with a tweet about my position of privilege. I would like to reiterate that this is a virus that spares no one and I am in this fight with all of you. Let me know if I can help and i promise to help anyone that is within my capacity🙏🙏
— Stay home stay safe! Take your vaccine (@ashwinravi99) April 23, 2021
মানুষকে সচেতন করতে টুইটারে নিজের নামও পাল্টে দিয়েছেন অশ্বিন। তাঁর নামের জায়গায় লেখা, ‘ঘরে থাকুন সুস্থ থাকুন! আপনার প্রতিষেধক নিন’। এর আগেও বারবার করোনা নিয়ে মানুষকে সচেতন করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy