হার্দিক পাণ্ড্য। ফাইল ছবি
চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন হার্দিক পাণ্ড্য। রবিবার বিরাট কোহলীর দল আরসিবি-র বিরুদ্ধেই তাঁকে খেলতে দেখা যেতে পারে। জানিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স জাহির খান।
আমিরশাহি-পর্বে একটি ম্যাচেও এখনও নামেননি হার্দিক। শেষ বার খেলেছেন জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজে। সেখানেও তাঁর বোলিং বা ব্যাটিংয়ে পুরনো ধার খুঁজে পাওয়া যায়নি। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল। তা নিরশন করলেন জাহির।
"I was focused that if we are winning this game, I have to 𝘀𝘁𝗮𝘆 𝗻𝗼𝘁 𝗼𝘂𝘁 and I have to 𝗳𝗶𝗻𝗶𝘀𝗵 𝘁𝗵𝗶𝘀 𝗴𝗮𝗺𝗲." 💪😎
— Mumbai Indians (@mipaltan) September 25, 2021
⏪ Surya talks about THAT knock of 79* (43) against RCB 🔥#OneFamily #MumbaiIndians #IPL2021 #KhelTakaTak @surya_14kumar @MXTakaTak MI TV pic.twitter.com/nCLvU5kiEm
শনিবার জাহির বলেছেন, “শনিবার ও অনুশীলন করেছে। এই সাংবাদিক বৈঠকের পরেই হয়তো ওকে আর একবার দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে ওর অনুশীলন শুরু করা আমাদের এবং দলের পক্ষে ভাল খবর। আশা করা যায় রবিবারের ম্যাচে ওকে পাওয়া যাবে।”
মরুশহরে সিএসকে এবং কেকেআর, দুটি ম্যাচেই হেরেছে মুম্বই। লিগ তালিকাতেও তারা রয়েছে ছয়ে। সে প্রসঙ্গে জাহির বলেছেন, “আইপিএল খুব হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। প্রত্যেকটা দলই একে অপরকে ছাপিয়ে যেতে চাই। প্রত্যেকে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছে। একে অপরের বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে। তাই দলগুলির মধ্যে পার্থক্য আরও কমছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy