আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। দলে খুব বেশি বদল করেননি মহেন্দ্র সিংহ ধোনিরা। পুরনো দলের ১৮ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। ট্রেড উইন্ডো দিয়ে চেন্নাই দলে নিয়েছে একজন ক্রিকেটারকে। ২৫ জনের দল পূর্ণ করতে তাদের দরকার ছিল ৬ জন ক্রিকেটার। নিলামে ৫জন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে কোটা পূর্ণ করে সিএসকে শিবির।
এ বার আইপিএল নিলামে চেন্নাই সবথেকে বেশি ৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কৃষ্ণাপ্পা গৌতমকে। তবে ধোনির দলে নেওয়া সবথেকে উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটার হলেন চেতেশ্বর পূজারা। একমাত্র বিদেশি হিসেবে নিলাম থেকে চেন্নাইয়ে যোগ দিয়েছেন মইন আলি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ