আইপিএলের অভিষেক ম্যাচে যশপ্রীত বুমরা। ছবি - টুইটার
২০১৩ সালের ৮ এপ্রিল থেকে ২০২১ সালের ৮ এপ্রিল। দেখতে দেখতে আট বছর কেটে গেল। আজ থেকে ঠিক আট বছর আগে আইপিএল যাত্রা শুরু করেন যশপ্রীত বুমরা। এমন দিনে সেই অভিষেক ম্যাচের স্মৃতিতে ডুব দিলেন এই ডানহাতি জোরে বোলার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচেই বিরাট কোহলীকে ফিরিয়েছিলেন। ফলে এমন সুখের স্মৃতি স্মরণ করা স্বাভাবিক। নেটমাধ্যমে সেটাই তুলে ধরলেন বুমরাহ।
যশপ্রীত এ দিন টুইটারে লিখেছেন, ‘আট বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে গতকালের ব্যাপার। ফের একবার মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’ আট বছর আগে সেই অভিষেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩২ রানে ৩ উইকেট নিয়েছিলেন বুমরা। সে বার মাত্র দুটো ম্যাচ খেললেও ২০১৪ সাল থেকে রোহিত শর্মার দলের অপরিহার্য অঙ্গ হয়ে ওঠেন তিনি। মজার ব্যাপার হল আইপিএলে তাঁর প্রথম উইকেট যেমন বিরাট, তেমনই শততম উইকেটও ‘কিং কোহলী’র।
গত আট বছরে আইপিএলে ৯২ ম্যাচে ১০৯ উইকেট নিয়েছেন বুমরা। গত বছর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। সেটাই তাঁর সেরা প্রদর্শন। আইপিএলে নিজেকে তুলে ধরার জন্য ২০১৬ সালে দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। তারপর বাকিতা ইতিহাস। ৬৭টি একদিনের ম্যাচে ১০৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ উইকেট নিয়েছেন। তবে তাঁর টেস্ট পরিসংখ্যান চোখে পড়ার মতো। মাত্র ১৯ টেস্টে ৮৩ উইকেট নিয়ে ফেলেছেন বুমরা।
8 years ago feels like just yesterday. Cannot wait to get out there again!🦁 pic.twitter.com/UvUQok0Yvw
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) April 4, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy