Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Axar Patel

IPL 2021: কী ভাবে সাফল্য পাচ্ছেন, জানিয়ে দিলেন অক্ষর পটেল

ছন্দে থাকা কুইন্টন ডি কককে পরিকল্পনা করে আউট করেন অক্ষর।

অক্ষর পটেল

অক্ষর পটেল টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৭:২৩
Share: Save:

ব্যাটারদের মন পড়তে পারেন আর সেই কারণেই সাফল্য পাচ্ছেন। এমনটাই দাবি দিল্লি ক্যাপিটালস স্পিনার অক্ষর পটেলের। শনিবার শারজাতে গত দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পর এমন দাবি করেন অক্ষর।

ম্যাচের পর সাফল্যের রহস্য ফাঁস করে অক্ষর বলেন, ‘‘আমি গতিতে তারতম্য করছি। তার পাশাপাশি ব্যাটার কী চিন্তা করছে সেটাও বুঝতে পারছি। ফলে সব সময় ব্যাটারের থেকে এক ধাপ এগিয়ে থাকছি। এটা আমায় দারুণ ভাবে সাহায্য করছে।’’

ছন্দে থাকা কুইন্টন ডি কককে পরিকল্পনা করে আউট করেন অক্ষর। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি জানতাম ও আক্রমণ করবে। মনে হয়েছিল কভারের উপর দিয়ে মারার চেষ্টা করতে পারে। সেই কারণে আমি অফ স্টাম্পের বাইরে বল করেছিলাম। ফলে ওর শট ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চলে যায়।’’

স্পিনারের ক্ষেত্রে বল করার সময় আঙুলের ব্যবহার ও দেহের ভঙ্গী খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন দিল্লির স্পিনার। তিনি বলেন, ‘‘আঙুলের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। বল করার সময় দেহের ভঙ্গিও গুরুত্বপূর্ণ। গতিতে তারতম্যও করতে হয়। তবে আমি একটা নতুন বল শিখেছি। সেটা যদিও সব সময় ব্যবহার করি না।’’

১১ টি ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন অক্ষর। তিনি এই মরসুমে দিল্লির তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক।

অন্য বিষয়গুলি:

Axar Patel Delhi Capitals IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE