নতুন নজির ওয়ার্নারের। ছবি আইপিএল
বুধবার আইপিএল-এ একাধিক নজির তৈরি করে ফেললেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক আইপিএল-এর প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টি অর্ধশতরান করলেন। পাশাপাশি রান এবং ছয় মারার দিক থেকেও নজির গড়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান।
ওয়ার্নারের ৫০টি অর্ধশতরানের ধারেকাছে আপাতত কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধওয়ন, যাঁর ৪৩টি অর্ধশতরান রয়েছে। আরসিবি নেতা বিরাট কোহলীর রয়েছে ৪০টি অর্ধশতরান।
বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের ১৬ ওভারের মাথায় এই নজির গড়েন ওয়ার্নার। পাশাপাশি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের গন্ডি পেরোলেন তিনি। তালিকায় ওয়ার্নারের আগে রয়েছেন ক্রিস গেল (১৩,৮৩৯),কায়রন পোলার্ড (১০,৬৯৪ রান) এবং শোয়েব মালিক (১০,৬৯৪)।
FIFTY@davidwarner31 50th #VIVOIPL 50✅
— IndianPremierLeague (@IPL) April 28, 2021
200 Sixes ✅
10,000 T20 runs ✅https://t.co/dvbR7X1Kzc #VIVOIPL #CSKvSRH pic.twitter.com/poBQz37AXY
এ ছাড়া আইপিএল-এ অষ্টম ক্রিকেটার এবং চতুর্থ বিদেশি হিসেবে ২০০টি ছয় মারলেন ওয়ার্নার। বিদেশিদের মধ্যে ওয়ার্নারের আগে রয়েছেন গেল, এবি ডিভিলিয়ার্স এবং পোলার্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy