আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চেন্নাই সুপার কিংস চতুর্থ আইপিএল ট্রফি জিতলেও এখনই উদযাপন করা হবে না। জানিয়ে দিলেন চেন্নাই কর্তা কাশী বিশ্বনাথ। বেশির ভাগ ক্রিকেটার দেশে ফিরে এলেও আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করা মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন।
সেই কারণে টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাহি ভারতে ফিরলে আইপিএল জয় উদ্যাপন করবে সিএসকে। বিশ্বনাথ বলেন, ‘‘আমরা খুশি মনে অধিনায়কের জন্য অপেক্ষা করব। কারণ ধোনিকে ছাড়া এই জয় উদযাপন করা সম্ভব নয়। ও এখন ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করছে। ধোনি দেশে ফিরলে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব।’’
Until the next Hi 💛#SuperCham21ons #CSKvKKR #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/lH2IlizhQG
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 17, 2021
চেন্নাইকে আইপিএল জেতানোর পর ধোনির কাঁধে আরও বড় দায়িত্ব। ভারতীয় দলের মেন্টর হিসেবে বিরাট কোহলীর দলকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে পারলে ধোনির মুকুটে যুক্ত হবে আরও একটি পালক।