বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন দীপক টুইটার
মাঠে নেমে দিনটি একেবারেই ভাল যায়নি। চার ওভার বল করে ৪৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তাঁর দল চেন্নাই সুপার কিংসও সাত ওভার বাকি থাকতে ৬ উইকেটে হেরে গিয়েছে পঞ্জাব কিংসের কাছে। কিন্তু মাঠের বাইরে দিনটি স্মরণীয় করে রাখলেন দীপক চাহার। চেন্নাইয়ের এই জোরে বোলারের জীবনে এটি অন্যতম স্মরণীয় দিন।
এই দিনই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন চাহার। বান্ধবীও সায় দিয়ে ‘হ্যাঁ’ বলে দেন চাহারকে। বান্ধবীকে চাহারের বিয়ের প্রস্তাব দেওয়ার এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
চেন্নাইয়ের জার্সিতেই সোজা গ্যালারিতে উঠে যান চাহার। সেখানেই ছিলেন তাঁর বান্ধবী। চাহার বিয়ের প্রস্তাব দেন। জবাব পেতে তাঁকে একটুও অপেক্ষা করতে হয়নি। বান্ধবীও সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেন। তারপর হয় আঙটি বদল। দু’জনে পরস্পরকে আঙটি পরিয়ে দেন। গ্যালারিতে থাকা বাকি দর্শকরা হাততালি দিয়ে দু’জনকে অভিনন্দন জানান।
She said yesssss.! 💍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
Congratulations Cherry.! Stay Merry.! 😍🥳#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/qVmvVSuI7A
চাহারের বান্ধবী কে, জানা যায়নি। আগে কখনও তাঁকে সে ভাবে দেখাও যায়নি। স্বাভাবিক ভাবেই এখন সবার কৌতুহল, কে এই বান্ধবী?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy