রাজস্থান রয়্যালসে ফিরে উচ্ছ্বসিত মরিস ফাইল চিত্র
আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার এখন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার ক্রিস মরিস। ১৬.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস। এরপরই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মরিস। তিনি বলেন, ‘‘আমি অবিশ্বাস্য রকমের খুশি এবং রোমাঞ্চিত। এটা দারণ হবে।’’
গত মরসুমে খুব ভাল খেলতে না পারায় এ মরসুমে তাঁকে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার তাঁর পুরনো দলে ফিরলেন মরিস। এক সাক্ষাৎকারে মরিস বলেন, ‘‘এবারের রাজস্থানের দল ভাল হয়েছে। আমি ২০১৫ সালে এই দলের হয়ে খেলেছিলাম। আবার এখানে ফিরে আসতে পেরে খুব খুশি হয়েছি। আশা করছি এবার আমরা ভাল খেলতে পারব।’’
২০১৩ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে খেলেছিলেন মরিস। চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৫ সালে রাজস্থানের হয়ে ১১ ম্যাচে ৭৬ রান করার পাশাপাশি ১৩ টি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। শুধু মরিস নন, শিবম দুবেকেও দলে নিয়েছে রাজস্থান র্যয়ালস। তাঁকেও এ মরসুমে ছেড়ে দিয়েছিল ব্যাঙ্গালোর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy