চেন্নাইয়ের হয়ে খেলবেন পূজারা। ছবি টুইটার
সাদা জার্সিতে মাটি কামড়ে পড়ে থেকে লম্বা ইনিংস খেলার কারণেই তিনি পরিচিত। সেই চেতেশ্বর পূজারাকে দীর্ঘদিন বাদে ফের দেখা যাবে আইপিএলে। ধীরস্থির মনোভাবের পূজারা কি পারবেন টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ক্রিকেটের সঙ্গে ফের মানিয়ে নিতে?
চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক ভিডিয়োয় সে সবেরই জবাব দিলেন পূজারা। বাধ্যতামূলক নিভৃতবাস কাটিয়ে মুম্বইয়ে অনুশীলন করছেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। সেখানেই নেটে একের পর এক ছক্কা মারতে দেখা গেল তাঁকে। সিএসকে-র পোস্ট করা ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, দীপক চহার এবং কর্ণ শর্মার বোলিংয়ের বিরুদ্ধে আগ্রাসী পূজারা।
আইপিএল খেলার জন্যে স্টান্সেও বদল এনেছেন পূজারা। কর্ণ শর্মাকে অবলীলায় স্লগ সুইপ মারছেন। পায়ের নড়াচড়া অনেক বেশি দ্রুতগতিতে হচ্ছে। টেস্টে মাটিতে বল রেখে খেলেন তিনি। কিন্তু সিএসকে-র অনুশীলনে বল আকাশে পাঠানোতেই বেশি মন দিয়েছেন পূজারা।
Puji was on fire 🔥@cheteshwar1 #csk pic.twitter.com/CNbPXi786q
— Ravi Desai 🇮🇳 Champion CSK 💛🏆 (@its_DRP) March 30, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy