আইপিএল ২০২০ চিনিয়েছিল দেবদত্ত পাড়িক্কলকে। তখন থেকেই তাঁর খেলা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ব্রায়ান চার্লস লারা। তবে তিনি মনে করেন কিছু কিছু জায়গায় উন্নতি প্রয়োজন পাড়িক্কলের।
এ বারের আইপিএল-এ এখনও অবধি একটি ম্যাচ খেলেছেন পাড়িক্কল। ১১ রান করেছেন সেই ম্যাচে। গত বারের আইপিএল-এ ১৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ৪৭৩ রান। ৫টি অর্ধ শতরানও এসে ছিল তাঁর ব্যাটে। লারা বলেন, “পাড়িক্কল দারুণ প্রতিভা। গত বার বেশ কয়েকটা অর্ধ শতরান করেছে। বিরাট কোহলীকে দারুণ ভাবে সাহায্য করেছিল। কিছু কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। আশা করি এ বার সেইগুলো করেই এসেছে ও। বহু ম্যাচের সেরার পুরস্কার ওর হাতে দেখতে পাব মনে হয়, শতরানও করতে পারে ও।”
গত বারের আইপিএল-এর পর ঘরোয়া ক্রিকেটেও ছন্দে ছিলেন পাড়িক্কল। বিজয় হজারে ট্রফিতে কর্নাটকের হয়ে ৭০০ রান করেন তিনি। কোহলীর সঙ্গে ওপেন করার সুযোগ পাচ্ছেন এ বারের আইপিএল-এ। আরও পরিণত হওয়ার সুযোগ থাকবে তাঁর কাছে।