ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন তাম্বে। ছবি টুইটার থেকে নেওয়া।
আইপিএলে খেলতে পারবেন না। কিন্তু, আমিরশাহিতে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেই থাকবেন প্রবীণ তাম্বে। ৪৮ বছর বয়সী লেগস্পিনার কেকেআরের প্রস্ততিতে সাহায্য করবেন বলে জানানো হয়েছে দলের তরফে।
সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে গত বছরের নিলামে কলকাতায় এসেছিলেন তিনি। কেকেআর তাঁকে নিয়েছিল ২০ লক্ষ টাকায়। কিন্তু বিদেশে ক্রিকেট লিগে অংশ নেওয়ায় তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআইয়ের নিয়ম অনুসারে একমাত্র অবসর নেওয়ার পরই বিদেশে ক্রিকেট লিগে অংশ নেওয়া সম্ভব। নিয়মভঙ্গের কারণে এ বারের আইপিএলে খেলতে পারবেন না প্রবীণ তাম্বে।
তিনি অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এই টি২০ লিগে খেললেন। সেখানে তিন ম্যাচে নয় ওভার খেলেন তিনি। ইকনমি রেট ছিল খুবই কম, মাত্র চার। তবে তিনি সাড়া ফেলে দেন প্রচণ্ড এনার্জির কারণে।
আরও পড়ুন: অভিমান ভুলে বার্সার হয়ে প্রীতি ম্যাচে মেসি, এই মরসুমে নেতাও তিনি
আরও পড়ুন: পিছিয়ে থেকে দারুণ প্রত্যাবর্তন, আজারেঙ্কাকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের রানি ওসাকা
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর ইনস্টাগ্রাম লাইভে বলেছেন, “পপুলার ডিমান্ডের কারণে ও আসছে। ওকে চাইছে সবাই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখা গিয়েছে, প্রবীণ তাম্বে যত বারই মাঠে নামে বা মাঠে না নামলেও ওই প্রথম বেরিয়ে আসে ড্রেসিংরুম থেকে। হাতে ড্রিঙ্কস নিয়েই হোক বা কিছু বলার জন্য বা সীমানায় জলের বোতল রাখার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, সব সময় উপস্থিত থাকে ও। ত্রিনবাগো নাইট রাইডার্সের সবাই ওকে খুব ভালবাসে ইতিবাচক মানসিকতা ও অফুরন্ত উদ্যমের জন্য। ও যে ভাবে দৌড়য়, তাতে লজ্জা পেতে পারে তরুণরাও। আর অল্প সুযোগেও নিজেকে চিনিয়েছে মাঠে। অসাধারণ খেলেছে। আমরা ওকে নিয়ে খুশি। এখানের কন্ডিশনে অনুশীলনে ওর স্পিন ব্যাটসম্যানদের কাছে ভাল পরীক্ষা হয়ে উঠবে। কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গেই ও আসছে।”
২০১৩ সালে প্রথম বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল প্রবীণ তাম্বেকে। ৪১ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কেড়েছিলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে ৩৩ ম্যাচ খেলে ৩০.৪৬ গড়ে ২৮ উইকেট নিয়েছেন তিনি। ২০১৬ সালের পর থেকে আইপিএলে দেখা যায়নি তাঁকে। সে বার গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন তাম্বে।
Venky Mysore - Pravin Tambe will be part of #KKR camp .it decided he should come & join us , he is coming with Baz .
— 🚬 (@badman_aa) September 12, 2020
Love you @VenkyMysore 💜 pic.twitter.com/xxJ0zlXexE
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy