পার্থিব পটেল। ফাইল চিত্র।
কলকাতায় অনুষ্ঠিত নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছ’ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁদের মধ্যে তিন জনই অস্ট্রেলিয়ান। ৪.৪০ কোটি টাকা খরচ করে অ্যারন ফিঞ্চকে নিয়েছে আরসিবি।
নিলামের পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স কটাক্ষ করে পার্থিব পটেলকে টুইট করেন, ‘তুমি খুবই ভাগ্যবান। এ বার অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামবে। তোমার জীবন অনেক সহজ হয়ে উঠবে। অ্যারন ফিঞ্চ তোমার থেকে অনেকটাই লম্বা। বেশিরভাগ ক্রিকেটারই অবশ্য তোমার থেকে লম্বা।’
How lucky are you @parthiv9 opening the batting with an Aussie @AaronFinch5 .. you life just got easier! 🤣🤣🤣 @RCBTweets
— Dean Jones AM (@ProfDeano) December 21, 2019
He still is taller than you... but then again.. most cricketers are! 🤣
জোন্সকে পাল্টা জবাব দিতে সময় খরচ করেননি আরসিবি-র উইকেট কিপার, ‘অ্যারন ফিঞ্চ ব্রিলিয়ান্ট। তোমার মতো অবশ্য নয়। অস্ট্রেলিয়াতেই বেশি সময় ও থেকেছে। থ্যাঙ্ক গড, ক্রিসমাসের সময়ে তুমি অন্তত দেশে যাবে। মেরি ক্রিসমাস।’
I like to work with an Aussie...@AaronFinch5 is brilliant..and he is spending more time in Australia...unlike u @ProfDeano ..thank god u r gng home at least for Christmas...merry Christmas...😉😉
— parthiv patel (@parthiv9) December 21, 2019
পার্থিবের জবাব শুনে জোন্স বলেন, ‘তোমার সঙ্গে দ্রুত কথা হবে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy