Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
IPL 2020

অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেব! ময়াঙ্ককে চ্যালেঞ্জ রাহুলের

এখনও পর্যন্ত ৬১.৫০ গড়ে চার ম্যাচে ২৪৬ রান করেছেন ময়াঙ্ক। সমসংখ্যক ম্যাচে ২৩৯ রয়েছে রাহুলের। গড় ৭৯.৬৬।

রাহুল ও ময়াঙ্ক, দুই ওপেনারই কিংস ইলেভেন পঞ্জাবের বড় ভরসা। ছবি টুইটার থেকে নেওয়া।

রাহুল ও ময়াঙ্ক, দুই ওপেনারই কিংস ইলেভেন পঞ্জাবের বড় ভরসা। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ১৬:৫৫
Share: Save:

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা ওপেনিং জুটি হল কিংস ইলেভেন পঞ্জাবের। লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল, দুই ওপেনারই রয়েছেন অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে। প্রকৃতপক্ষে, কমলা টুপি ঘোরাফেরা করছে এই দু’জনের কাছেই।

এখনও পর্যন্ত ৬১.৫০ গড়ে চার ম্যাচে ২৪৬ রান করেছেন ময়াঙ্ক। একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার মধ্যে। সর্বাধিক ১০৬। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ২৩৯ রয়েছে রাহুলের। গড় ৭৯.৬৬। একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে কিংস অধিনায়কেরও। সর্বাধিক অপরাজিত ১৩২।

দু’জনেই কর্নাটকের ক্রিকেটার। দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু। রাহুল তাই বলেছেন, “যতক্ষণ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ কিংস ইলেভেনে থাকছে, আমি খুশি। আর আগরওয়াল খুব খাটাখাটনিও করেছে। কমলা টুপি ওর প্রাপ্যই। তবে নিশ্চিত ভাবেই ওকে দ্রুত টপকে যাব আমি।” অর্থাৎ, কমলা টুপি জলদি নিজের মাথায় ফেরত চাইছেন রাহুল।

আরও পড়ুন: অসুস্থ মজিদ, ভর্তি হাসপাতালে

আরও পড়ুন: মুকুটে নতুন পালক, আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন ধোনি

ময়াঙ্ক আগরওয়াল অবশ্য পরিষ্কার করে দিয়েছেন যে কমলা টুপি নিয়ে তাঁদের মধ্যে কোনও রেষারেষি নেই। ময়াঙ্ক বলেছেন, “আমরা মোটেই অরেঞ্জ ক্যাপ পাওয়ার জন্য লড়ছি না। আমরা ভাল ক্রিকেট খেলতে চাইছি। রান কে পাচ্ছে সেটা বড় কথা নয়। তা সে রাহুল, ম্যাক্সওয়েল, পুরান বা অন্য যে কেউ পাক না কেন।” তবে দুই ওপেনারের দুরন্ত ফর্ম সত্ত্বেও পঞ্জাবের পারফরম্যান্স মোটেই ভাল নয়। চার ম্যাচের মধ্যে হারতে হয়েছে তিনটিতেই।

অন্য বিষয়গুলি:

IPL 2020 Lokesh Rahul Mayank Agarwal Orange Cap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy