শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা রাসেলদের। ছবি-ভিডিয়ো থেকে।
৫৫ বছরে পা দিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। 'কিং খান'কে জন্মদিনের সেরা উপহার রবিবার রাতেই দিয়েছেন দীনেশ কার্তিক, অইন মর্গ্যানরা। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে এখনও রয়েছে শাহরুখের দল।
এসআরকে-র জন্মদিনে কেকেআরের তরফে পোস্ট করা হয়েছে একটি স্পেশ্যাল ভিডিয়ো। সেই ভিডিয়োয় বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নাইটরা।
দীনেশ কার্তিক বলছেন, "বালিতে অটোচালক আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি ভারত থেকে এসেছো? শাহরুখ খান, প্রীতি জিন্টা, বীর-জারা। বুঝেছিলাম ওখানেও শাহরুখ দারুণ জনপ্রিয়।"
আরও পড়ুন: মর্গ্যান ঝড়, কামিন্স ম্যাজিক না কার্তিকের ক্যাচ, কোন মন্ত্রে জয় পেল কলকাতা
মাসল রাসেলের কাছে প্রথম সাক্ষাৎ আবার স্পেশাল মোমেন্ট ছিল। শাহরুখ জড়িয়ে ধরেছিলেন তাঁকে। শক্ত মনের মানুষ হলেও লজ্জায় পড়ে গিয়েছিলেন রাসেল। অধিনায়ক মর্গ্যানের কাছে শাহরুখ আবার টম ক্রুজের থেকেও আকর্ষণীয়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাসেল 'ছম্মক ছাল্লো' স্টেপ অনুকরণ করছেন। কামিন্স আবার শুভেচ্ছা জানিয়ে বলছেন, “তোমাকে আজও দেখতে ২১ বছরের যুবকের মতোই লাগে। জন্মদিন উপভোগ করো।” কুলদীপের শুভেচ্ছা, "অনেক সিনেমা এখনও বাকি আছে।"
Special wishes from the boys for our main Knight without whom the KKR family is incomplete! 💜🤗
— KolkataKnightRiders (@KKRiders) November 2, 2020
Happy birthday, @iamsrk 🥳#KKRHaiTaiyaar #Dream11IPL #HappyBirthdaySRK pic.twitter.com/7sv7iLzqSV
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy