কলকাতার নেতৃত্ব থেকে কার্তিকের সরে যাওয়া নিয়ে টুইট করলেন ইরফান পাঠান। —ফাইল চিত্র।
মরসুমের মাঝপথে নেতৃত্ব বদলের প্রভাব যেন কলকাতা নাইট রাইডার্স দলে না পড়ে, আশাবাদী থাকতে চাইছেন ইরফান পাঠান।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরে ঘটেছে নেতৃত্বে বদল। ফ্র্যাঞ্চাইজির দাবি, দীনেশ কার্তিক ‘স্বেচ্ছায়’ নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন অইন মর্গ্যানকে। যদিও ক্রিকেটমহল মনে করছে ব্যর্থতার দায় নিয়ে কার্তিককে সরে যেতে বাধ্য করা হয়েছে।
এই আবহেই টুইট করেছেন জাতীয় দলে একদা কার্তিকের সতীর্থ ইরফান। প্রাক্তন অলরাউন্ডারের মতে, ‘মরসুমের মাঝপথে পরিবর্তন দলের সদস্যদের কাছে কখনই স্বস্তির পরিবেশ আনে না। আশা করছি, কেকেআর বিপথগামী হয়ে পড়বে না। ওরা প্লে-অফের দৌড়ে দারুণ ভাবে রয়েছে’! অর্থাৎ, কলকাতা প্লে-অফের রাস্তা থেকে সরে যাবে না তো, আশঙ্কাই প্রকাশ করেছেন ইরফান।
আরও পড়ুন: হারলে কে দায় নিত? গেল-রাহুলদের তীব্র আক্রমণ সহবাগের
আরও পড়ুন: ছাঁটাই কার্তিক, কলকাতার অধিনায়ক এখন অইন মর্গ্যান
এর আগেও মরসুমের মাঝপথে নেতাকে ছাঁটাইয়ের উদাহরণ রয়েছে আইপিএলে। ২০১৮ সালে যেমন দিল্লির অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল গৌতম গম্ভীরের হাত থেকে। রিকি পন্টিংকেও ২০১৩ সালে সরিয়ে দিয়ে মরসুমের মাঝপথে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষিত হয়েছিলেন রোহিত শর্মা। তবে সব সময় যে মাঝপথে নেতৃত্বে বদল ঘটলে পারফরম্যান্স খারাপ হয়, এমন মোটেই নয়। ২০১৩ সালে যেমন চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের মুম্বই।
Mid season change in Captaincy is never a comfortable situation for the team members. Hope #kkr doesn't go astray from here. They are very much in the race for the playoffs! #DineshKarthik #Eoinmorgan
— Irfan Pathan (@IrfanPathan) October 16, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy