Advertisement
২০ জানুয়ারি ২০২৫
IPL 2020

মরসুমের মাঝপথে নেতৃত্ব বদল স্বস্তির নয়, বলছেন ইরফান

কলকাতা প্লে-অফের রাস্তা থেকে সরে যাবে না তো, আশঙ্কা প্রকাশ করলেন ইরফান পাঠান।

কলকাতার নেতৃত্ব থেকে কার্তিকের সরে যাওয়া নিয়ে টুইট করলেন ইরফান পাঠান। —ফাইল চিত্র।

কলকাতার নেতৃত্ব থেকে কার্তিকের সরে যাওয়া নিয়ে টুইট করলেন ইরফান পাঠান। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৮:০৬
Share: Save:

মরসুমের মাঝপথে নেতৃত্ব বদলের প্রভাব যেন কলকাতা নাইট রাইডার্স দলে না পড়ে, আশাবাদী থাকতে চাইছেন ইরফান পাঠান

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরে ঘটেছে নেতৃত্বে বদল। ফ্র্যাঞ্চাইজির দাবি, দীনেশ কার্তিক ‘স্বেচ্ছায়’ নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন অইন মর্গ্যানকে। যদিও ক্রিকেটমহল মনে করছে ব্যর্থতার দায় নিয়ে কার্তিককে সরে যেতে বাধ্য করা হয়েছে।

এই আবহেই টুইট করেছেন জাতীয় দলে একদা কার্তিকের সতীর্থ ইরফান। প্রাক্তন অলরাউন্ডারের মতে, ‘মরসুমের মাঝপথে পরিবর্তন দলের সদস্যদের কাছে কখনই স্বস্তির পরিবেশ আনে না। আশা করছি, কেকেআর বিপথগামী হয়ে পড়বে না। ওরা প্লে-অফের দৌড়ে দারুণ ভাবে রয়েছে’! অর্থাৎ, কলকাতা প্লে-অফের রাস্তা থেকে সরে যাবে না তো, আশঙ্কাই প্রকাশ করেছেন ইরফান।

আরও পড়ুন: হারলে কে দায় নিত? গেল-রাহুলদের তীব্র আক্রমণ সহবাগের​

আরও পড়ুন: ছাঁটাই কার্তিক, কলকাতার অধিনায়ক এখন অইন মর্গ্যান​

এর আগেও মরসুমের মাঝপথে নেতাকে ছাঁটাইয়ের উদাহরণ রয়েছে আইপিএলে। ২০১৮ সালে যেমন দিল্লির অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল গৌতম গম্ভীরের হাত থেকে। রিকি পন্টিংকেও ২০১৩ সালে সরিয়ে দিয়ে মরসুমের মাঝপথে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষিত হয়েছিলেন রোহিত শর্মা। তবে সব সময় যে মাঝপথে নেতৃত্বে বদল ঘটলে পারফরম্যান্স খারাপ হয়, এমন মোটেই নয়। ২০১৩ সালে যেমন চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের মুম্বই।

অন্য বিষয়গুলি:

IPL 2020 Irfan Pathan Dinesh Karthik KKR Kolkata Knight Riders
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy