Advertisement
১৮ নভেম্বর ২০২৪
IPL 2020

অশ্বিনের কাঁধের চোট নিয়ে দিল্লি শিবিরে আশঙ্কা

দুই উইকেট নিলেও শেষ বলে ডান দিকে ঝাঁপিয়ে রান বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান এই অফস্পিনার।

চোট পেলেন অশ্বিন।—ছবি সংগৃহীত।

চোট পেলেন অশ্বিন।—ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৪
Share: Save:

শ্রেয়স আইয়ার বনাম কেএল রাহুল। আইপিএলে দুই তরুণ অধিনায়কের দ্বৈরথ ছিল রবিবার। সেই লড়াই নির্ধারিত ২০ ওভারে অমীমাংসিত থাকার পরে সুপার ওভারে জিতে শেষ হাসি শ্রেয়সের মুখেই। জয়ের কাছে এসেও সফল না হওয়ায় হতাশ রাহুল।

তবে এই জয়ের মধ্যেও দিল্লি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে আর অশ্বিনের বাঁ কাঁধে চোট লাগা নিয়ে। ছয় ওভারের মাথায় তাঁর প্রথম ওভার করতে আসেন অশ্বিন। দুই উইকেট নিলেও শেষ বলে ডান দিকে ঝাঁপিয়ে রান বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান এই অফস্পিনার। দিল্লি ক্যাপিটালস ফিজিয়ো প্যাট্রিক ফারহার্টের সাহায্যে মাঠের বাইরে যান তিনি। দিল্লি ক্যাপিটালসের তরফেও ম্যাচ চলাকালীন টুইট করে বলা হয়, ‍‘‍‘চোট পেয়ে মাঠের বাইরে অশ্বিন। আশা করা যায়, গুরুতর হবে না এই চোট।’’

আইপিএলের তরফেও টুইট করে জানানো হয়, ‍‘‍‘অশ্বিনের কাঁধে চোট। ডান দিকে ঝাঁপিয়ে বাঁ কাঁধে আঘাত পেয়েছেন। মাঠে ছেড়ে উঠে গিয়েছেন তিনি। এটা একটা বড় ধাক্কা হতে পারে।’’ যদিও ম্যাচের পরে দিল্লি অধিনায়ক শ্রেয়স বলে যান, “আমার সঙ্গে অশ্বিনের সামান্য কথা হয়েছে। ও কিন্তু আমাকে বলেছে, পরের ম্যাচের জন্য তৈরি রয়েছে। তবে দিনের শেষে ফিজিয়োর সিদ্ধান্তই সকলকে মেনে নিতে হবে। তবে অশ্বিন খুবই শক্ত মনের ছেলে। আশা করি, ওকে আমরা পরের ম্যাচে পাব। ওর ওভারটাই আমাদের চালকের আসনে বসিয়ে দেয়।” শুধু তাই নয়। ম্যাচের পরে পুরস্কার নিতে আসেন অশ্বিন। তখন তিনি ছিলেন হাসিখুশি এবং হাতে কোনও স্লিংও ছিল না।

ম্যাচ শেষে দিল্লির পেসার কাগিসো রাবাডাকেও তাঁর সতীর্থের চোট নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলে যান, ‍‘‍‘অশ্বিনের চোট কতটা গুরুতর তা এখনও জানতে পারিনি। দ্রুত রিপোর্ট মিলবে। তার পরে এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’’

টানটান উত্তেজনার ম্যাচ জিতে দিল্লি অধিনায়ক বলছেন, ‍‘‍‘গত বছরও সুপার ওভারে ম্যাচ গিয়েছিল আমাদের। তাই এখন স্পষ্ট ধারণা তৈরি হয়ে গিয়েছে, এই ধরনের চাপের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। বল হাতে কাগিসো রাবাডা এবং ব্যাটে স্টোয়নিসের অবদানই ম্যাচ জিততে সাহায্য করেছে। জানতাম, শেষের দিকে রাবাডাকে বল দিলে ও চমক দেখাবে।’’ যোগ করেন, ‍‘‍‘আমাদের শুরুটা ভাল না হলেও ঋষভ এবং আমি মাঝখানে ইনিংসটা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। তবে এ দিন বেশ কিছু ক্যাচ পড়েছে। এই ভুল দ্রুত শুধরে নিতে হবে।’’

ব্যাটে ও বলে দিল্লির হয়ে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা স্টোয়নিসও বলছেন, ‍‘‍‘অবিশ্বাস্য একটা ম্যাচ শেষ করলাম। কোনও দিন ভাগ্য সহায় হয়। তবে নায়ক থেকে দ্রুত খলনায়ক হওয়ার নিদর্শন রয়েছে এই খেলায়। তাই আজকের এই জয়ের মুহূর্তটা আনন্দ করে কাটাতে চাই। বল হাতে রাবাডার অবদানকেও এই জয়ের নেপথ্যে রাখতে হবে।’’

হেরে গিয়ে হতাশ কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল বলছেন, ‍‘‍‘প্রথম ১০ ওভারের পরে যদি কেউ বলত, ম্যাচটা সুপার ওভারে যাবে তাও মানা যেত। কিন্তু জয়ের কাছে এসেও তা হাতছাড়া হয়েছে। প্রথম ম্যাচ অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। তবে মায়াঙ্ক আগরওয়ালের দুরন্ত ইনিংস আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy