Advertisement
০৮ নভেম্বর ২০২৪
IPL 2020

ক্যাপ্টেন কোহালির আরসিবি জিতল প্রথম ম্যাচ, উচ্ছ্বসিত অনুষ্কা করলেন পোস্ট

প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ১০ রানে ম্যাচ জেতে কোহালির দল। ফলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু হল আরসিবি-র।

অনুষ্কার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।

অনুষ্কার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৪
Share: Save:

জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে আরসিবি ফ্যানদের সঙ্গে খুশি প্রকাশ করেছেন ক্যাপ্টেন কোহালির সেলিব্রিটি স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাও। ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে তিনি একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান আরবিসি-কে।

সোমবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ১০ রানে ম্যাচ জেতে কোহালির দল। ফলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু হল আরসিবি-র।

কোহালি এবং আরসিবি ফ্যানদের কাছে এই জয় এক আনন্দের মুহূর্ত অবশ্যই। সেই সঙ্গে বিরাটের সন্তানের মা হতে চলা অনুষ্কাও তাঁর খুশি লুকিয়ে রাখেননি। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, যজুবেন্দ্র চহালের বলে হায়দরাবাদের বিজয় শঙ্কর শূন্য রানে ফিরে যাওয়ার পর কোহালির সঙ্গে হাত মেলাচ্ছেন। এর আগের বলেই চহাল প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন জনি বেয়ারস্টো-কে। এটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই ছবিটিই অনুষ্কা তাঁর স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘উইনিং স্টার্ট’, সঙ্গে জুড়ে দিয়েছেন দু’টি ইমোজি। আর নিজে আরসিবি-কে ভিক্ট্রি সাইন দেখিয়েছেন।

আরও পড়ুন : ভুল করে কাটা লটারির টিকিটে ৩ কোটি ৩২ লাখের বেশি টাকা জিতল দম্পতি

আরও পড়ুন : যেন সবুজ ঘাসের দাগ লেগে, হাল ফ্যাশানের এই জিনসের দাম শুনলে চোখ কপালে উঠবে

অনুষ্কার পোস্ট করা সেই ছবি

এই ছবিটি আইপিএল-এর ফেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট হয়েছে।

দেখুন সেই পোস্ট:

অন্য বিষয়গুলি:

IPL 2020 Virat Kohali Anushka Sharma RCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE