প্রতীকী ছবি। ছবি: টুইটার
ফর্মুলা ওয়ানের দুনিয়ায় পা রাখতে চলেছেন আরও এক ভারতীয়। ২৩ বছরের তরুণের নাম জেহান দারুওয়ালা। তিন বছর ফর্মুলা টু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তিনি। এ বার তাঁর লক্ষ্য ফর্মুলা ওয়ান।
আট বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাকলরেন দলে ট্রায়াল দেবেন জেহান। দু’দিনের ট্রায়ালের পর বোঝা যাবে জেহান আগামী মরসুমে ফর্মুলা ওয়ানে সুযোগ পাবেন কী না। তিনি আগেই ফর্মুলা ওয়ানের লাইসেন্স পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। চলতি মরসুমে ফর্মুলা টুয়ের চালকদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তরুণ ভারতীয়।
মুম্বইয়ের বাসিন্দা জেহান বলেছেন, ‘‘আগামী মরসুমে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় গাড়ি চালাতে চাই। সুযোগ পাব কি না জানি না। কারণ, নতুন অল্প কয়েক জনই সুযোগ পাবে। ট্রায়ালে ভাল ফল করলে সুযোগ পেতে পারি। আমি মানসিক ভাবে প্রস্তুত।’’
তিনি আরও বলেছেন, ‘‘আগে কখনও ফর্মুলা ওয়ান পর্যায় গাড়ি চালাইনি। প্রথমে ফর্মুলা ওয়ান গাড়ির চরিত্র বোঝার চেষ্টা করছি। চালানোর কৌশল রপ্ত করছি। আপাতত আমার লক্ষ্য ফর্মুলা টু চ্যাম্পিয়ন হওয়া। আশা করছি এ বার চ্যাম্পিয়ন হতে পারব। ধারাবাহিক ভাবে ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাতে পারছি। সেটাই আমাকে বেশি আশাবাদী করছে।’’
Super excited and grateful for the opportunity to have my first experience in a Formula 1 car testing with @McLarenF1 this week!😀
— Jehan Daruvala (@DaruvalaJehan) June 20, 2022
A big thank you to the Red Bull Junior Team, my family, my support team, @MumbaiFalcons , McLaren and to everyone who’s supported me along the way! pic.twitter.com/JuiQBkYCHU
জেহান সুযোগ পেলে ভারতের তৃতীয় চালক হিসেবে তাঁকে দেখা যাবে ফর্মুলা ওয়ানের ট্র্যাকে। এর আগে নারায়ণ কার্তিকেয়ন এবং করুণ চন্দককে ফর্মুলা ওয়ানের ট্র্যাকে দেখা গিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy