ফাইনালে উঠেও পদক জিততে পারলেন না অন্নু। ছবি: টুইটার।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সপ্তম স্থানে শেষ করলেন ভারতের অন্নু রানি। ফাইনালে তাঁর সেরা ফল ৬১.১২ মিটার। ছ’টি চেষ্টার মধ্যে দ্বিতীয় চেষ্টায় সবথেকে বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়েন অন্নু।
আশা জাগিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছিলেন অন্নু। কিন্তু পদক জিততে পারলেন না। সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবের। তিনি জ্যাভলিন ছুড়েছেন ৬৬.৯১ মিটার। ৬৪.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন আমেরিকার কারা উইঙ্গার। ৬৩.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের হারুকা কিতাগুচি। সেখানে অন্নুর জীবনের সেরা পারফরম্যান্স ৬৩.৮২ মিটার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই সেরা ছন্দে ছিলেন অন্নু। মে মাসে জামশেদপুরে ইন্ডিয়ান ওপেনে জীবনের সেরা দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দার সেরা পারফরম্যান্স ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়। ২০১৪ সালে আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫৮.৮৩ মিটার জ্যাভলিন ছুড়ে ১৪ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দেন। তার পর বেশ কয়েক বার নিজের রেকর্ড উন্নত করেছেন অন্নু। তাঁকে নিয়ে পদকের আশা থাকলেও তা পূর্ণ হল না। জীবনের সেরা পারফরম্যান্স করতে পারলেও ব্রোঞ্জ পদক পেতেন অন্নু।
ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে টানা দু’বার ফাইনালে উঠে নজির গড়েন অন্নু। ২০১৯ সালে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy