Advertisement
০৫ নভেম্বর ২০২৪
wrestling

Wrestling: এশীয় কুস্তিতে সোনার হ্যাটট্রিক রবির

ইরানের রহমান আমৌজাদখলিলির বিরুদ্ধে ৬৫ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়ে ১-৩ হেরে রুপো পান বজরং পুনিয়া। অন্য ফাইনালে গৌরব বালিয়া ৭৯ কেজি বিভাগে শেষ পর্যন্ত ৯-৯ করেও হারেন। তিনিও রুপো পেয়েছেন।

কীর্তিমান: সোনা জয়ের পরে কুস্তিগির রবি দাহিয়া। টুইটার

কীর্তিমান: সোনা জয়ের পরে কুস্তিগির রবি দাহিয়া। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০৮:৫৩
Share: Save:

এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া। এর আগে গত বছর টোকিয়ো অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন তিনি।

শনিবার মঙ্গোলিয়ায় রবি সোনা জিতেছেন ৫৭ কেজি বিভাগে। রুপো পেয়েছেন বজরং পুনিয়া (৬৫ কেজি) ও গৌরব বালিয়া (৭৯ কেজি)। রবি প্রথম ভারতীয় কুস্তিগির, যিনি এশীয় চ্যাম্পিয়নশিপ থেকে রেকর্ড গড়ে তিনটি সোনা জিতলেন।

রবি ফাইনালে হারান কাজ়াখস্তানের রাখাত কালঝানকে। উল্লেখ্য, ২০২০ সালে দিল্লিতে এবং ২০২১ সালে আলমাটিতে অনুষ্ঠিত এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে ডান কোলোভ ইভেন্টে রুপো পান তিনি।

রবি ফাইনালে জেতেন টেকনিক্যাল প্রাধান্য (টেকনিক্যাল সুপিরিয়োরিটি) মেনে। নির্দিষ্ট সময়ের মধ্যে রবিকে নড়াতে পারেননি কাজ়াখস্তানের কুস্তিগির। ফাইনালে ওঠার পথে তিনি হারান জাপানের রিকুতো আরাই ও মঙ্গোলিয়ার জানাবাজার জানদানবুদকে।

ইরানের রহমান আমৌজাদখলিলির বিরুদ্ধে ৬৫ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়ে ১-৩ হেরে রুপো পান বজরং পুনিয়া। অন্য ফাইনালে গৌরব বালিয়া ৭৯ কেজি বিভাগে শেষ পর্যন্ত ৯-৯ করেও হারেন। তিনিও রুপো পেয়েছেন।

অন্য বিষয়গুলি:

wrestling Ravi Dahiya Asian Wrestling Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE