আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ভারতের মহিলা দল। ফাইল চিত্র
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার আগে করোনার প্রথম টিকা নিল ভারতের মহিলা ক্রিকেট দল। তবে শুধু টিকা নিয়ে ক্ষান্ত নয় প্রমীলা বাহিনী, বাইশ গজের যুদ্ধে আগামী সফরে ভাল ফল করার জন্য শারীরিক কসরতে মজে রয়েছেন একাধিক ক্রিকেটার। সেই ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই।
এই মুহূর্তে বিরাট কোহলী, অজিঙ্ক রহাণেদের সঙ্গে একই হোটেলে রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। আগামী ২ জুন রোহিত শর্মা, ঋষভ পন্থ দের সঙ্গে একই বিমানে বিলেতে উড়ে যাবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। সেখানে গিয়ে দ্বিতীয় টিকা নেবে মহিলা দল।
টিকা নেওয়ার ছবি টুইটারে পোস্ট করে দীপ্তি শর্মা লিখেছেন, ‘প্রথমে ছুঁচ ফোটাতে ভয় পেলেও অবশেষে টিকা নিয়েই ফেললাম। এই ভাইরাস থেকে বাঁচতে আপনারাও সবাই টিকা নিন। সুস্থ থাকুন।’
Though I am a little scared of needles, but I still got myself vaccinated today💉 I urge people to please get vaccinated as soon as they can!🙏🙏#GotTheDose #We4Vaccine #CovidVaccine pic.twitter.com/lRNtM6hUPb
— Deepti Sharma (@Deepti_Sharma06) May 27, 2021
Shut the Noise! We are INDIA #TogetherWeWin pic.twitter.com/5b2jFYQBIT
— BCCI Women (@BCCIWomen) May 27, 2021
আগামী ১৬ জুন ব্রিস্টলে সফরের একমাত্র টেস্ট খেলতে নামবে ভারতের মহিলা ব্রিগেড। ২৭ জুন শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। ৯ ও ১১ জুলাই দুটো টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে আসবে মহিলা দল। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক কর্তা বলেন, “ভারতীয় মহিলা দলের অনেক ক্রিকেটার আগেই টিকা নিয়ে ফেলেছিল। তবে যাদের টিকা নেওয়ার বাকি ছিল তাদের এখানে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy