Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Bhawna Jat

টোকিয়ো অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদ ১৬ মাস নির্বাসিত, ভেঙেছেন ডোপ বিরোধী আইন

নির্বাসিত হলেন ভারতের রেস ওয়াকার ভাবনা জাট। ১৬ মাসের জন্য তাঁকে নির্বাসিত করেছে ভারতের ডোপ বিরোধী সংস্থা (নাডা)। নিজের সম্পর্কে তথ্য নাডাকে না দেওয়ার কারণে নির্বাসিত করা হয়েছে।

sports

ভাবনা জাট। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১৭:৪৬
Share: Save:

নির্বাসিত হলেন ভারতের রেস ওয়াকার ভাবনা জাট। ১৬ মাসের জন্য তাঁকে নির্বাসিত করেছে ভারতের ডোপ বিরোধী সংস্থা (নাডা)। নিজের সম্পর্কে তথ্য নাডাকে না দেওয়ার কারণে নির্বাসিত করা হয়েছে।

২০২৩ সালের ১০ অগস্ট থেকে তাঁর নির্বাসন শুরু হয়েছে। শেষ হবে এ বছরের ১০ ডিসেম্বর। নাডার নিয়মের ২.৪ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে ভাবনাকে। গত বছরের অগস্টে নাডাকে সাময়িক নির্বাসনে পাঠানো হয়েছিল। যে কারণে তিনি বিশ্ব অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি।

বিভিন্ন খেলাধুলোয় যাঁরা সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলেন তাদের নাডার তরফে ‘রেজিস্টার্ড টেস্টিং পুল’ বা আরটিপি-তে অন্তর্ভুক্ত করানো হয়। প্রতি তিন মাস অন্তর সেই ক্রীড়াবিদদের জানাতে হয় তাঁরা কোথায় আছেন এবং কী করছেন। যেখানে রয়েছেন সেখানকার ঠিকানা, অনুশীলন করার জায়গার ঠিকানা, কাজ বা প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত তথ্য নাডাকে জানাতে হয়। প্রত্যেকের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।

এ ছাড়া, প্রত্যেক ক্রীড়াবিদকে পরীক্ষা করানোর জন্য ৬০ মিনিট সময় দিতে হয়। না হলে নির্বাসিত হওয়ার সম্ভাবনা থাকে। টোকিয়ো অলিম্পিক্সে ২০ কিলোমিটার রেস ওয়াকে অংশ নেওয়া ভাবনার ক্ষেত্রে সেটাই হয়েছে। পাশাপাশি, এক বার তথ্যও দেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Race Walking Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE