চোট সারিয়ে মাঠে ফিরছেন ভুবনেশ্বর কুমার। ছবি: সোশ্যাল মিডিয়া
সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলবেন ভুবনেশ্বর কুমার। উত্তর প্রদেশের ২২ জনের দলে রয়েছেন ভারতীয় পেসার। প্রথম ২ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে তাঁকে।
আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন ভুবনেশ্বর। তাঁকে সুস্থ হতে ৬ মাসের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হয়। ফের ক্রিকেটে ফিরছেন তিনি। শনিবার সুরেশ রায়নার সঙ্গে দিল্লি থেকে বেঙ্গালুরু উড়ে যাবেন ভারতীয় পেসার। দলের বাকিরা আলাদা যাবেন বলে জানা গিয়েছে। জাতীয় অ্যাকাডেমি তাঁকে এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিলেও উত্তর প্রদেশ দলে ৭ জন পেসারকে নেওয়া হয়েছে। কোনও কারণে ভুবনেশ্বর চোটের কারণে খেলতে না পারলে নিজেদের তৈরি রেখেছে দল।
ভুবেনশ্বর ছাড়াও উত্তর প্রদেশ দলে রয়েছেন মহসিন খান, অঙ্কিত রাজপুত, শিবম মাভির মতো পেসাররা। ভারতীয় বোর্ড ২০ জনের দল গঠনের কথা বললেও উত্তর প্রদেশ ২২ জনের দল ঘোষণা করেছে। এলিট এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর, কর্ণাটক, পঞ্জাব, রেলওয়েজ এবং ত্রিপুরা।
আরও পড়ুন: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য প্রার্থনা করলেন বিরাট কোহালি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy