আউটের আবেদন শামির। ছবি: সোশ্যাল মিডিয়া
সিরিজের প্রথম এক দিনের ম্যাচে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ১০ ওভারে উঠেছিল ৫১ রান। দ্বিতীয় ম্যাচে উঠল ৫৯ রান। কোনও ম্যাচেই প্রথম ১০ ওভারে উইকেট নিতে পারেননি বুমরা-শামিরা। পাওয়ার প্লে-তে এমন বিপর্যয় ছাপ ফেলছে ম্যাচেও। উঠছে বিপুল রান।
পরিসংখ্যান বলছে ২০২০ সালে ভারতীয় দল খেলেছে ৮টি এক দিনের ম্যাচ। যার মধ্যে প্রথম ১০ ওভারে ভারতীয় বোলাররা দিয়েছেন মোট ৪৭৬ রান, উইকেট নিয়েছেন মাত্র ৩টি। বোলারদের ব্যর্থতায় বিপদে পড়ছে ভারত। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনির ম্যাচ বাদ দিলে ৭টা ম্যাচের মধ্যে ৫টাতেই হেরেছে ভারত। মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের এই খারাপ ফর্ম দ্রুত না কাটলে মুশকিলে পড়তে হবে ভারতকে।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম এক দিনের ম্যাচে বুমরাদের বিরুদ্ধে উঠেছিল ৩৭৪ রান। রবিবার উঠল ৩৮৯। ভারতের বিরুদ্ধে প্রথম ৫ অস্ট্রেলীয় ব্যাটসম্যান ৫০য়ের গণ্ডি পেরলেন। এমন নজির এক দিনের ক্রিকেটে দ্বিতীয় বারের জন্য ঘটল। রবিবার ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি রান তোলার নজির গড়ল অস্ট্রেলিয়া।
India's bowlers haven't got enough breakthroughs early in the innings in 2020! https://t.co/EAGO7ZESsk #AUSvIND pic.twitter.com/K3r7X1PylP
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 29, 2020
আরও পড়ুন: পাকিস্তানের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি! বলছে ‘সবজান্তা’ গুগল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy