প্রিন্সিপাল সিংহ টুইটার
আমেরিকার বাস্কেটবলে ইতিহাস তৈরি করলেন ভারতের প্রিন্সিপাল সিংহ। প্রথম ভারতীয় হিসেবে সে দেশের বাস্কেটবল লিগ এনবিএ-তে চ্যাম্পিয়ন হলেন। তাঁর দল সাকরামেন্টো কিংস এনবিএ চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে প্রথম ভারতীয় হিসেবে এনবিএ-তে খেলে ইতিহাস গড়েছিলেন সতনাম সিংহ। আর এবার ভারতীয় বংশোদ্ভূত হিসেবে সামার লিগ জিতে রেকর্ড গড়লেন প্রিন্সিপাল।
মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ ম্যাচে বস্টন সেলটিকসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন প্রিন্সিপালরা। ম্যাচে ১০০-৬৭ ফলে জেতে সাকরামেন্টো। ভারতের ন্যাশলান বাস্কেটবল অ্যাকাডেমিতে আগে খেলতেন প্রিন্সিপাল। মঙ্গলবার চার মিনিট মাঠে থাকলেও দলের জন্য দুটি পয়েন্ট জিতে নেন তিনি। এর আগে ওয়াশিংটন উইজার্ডের বিরুদ্ধে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন প্রিন্সিপাল।
📹 The video you wanted to see 😍
— NBAIndia (@NBAIndia) August 18, 2021
Princepal Singh's first bucket in the #NBASummer League 🙌@SacramentoKings pic.twitter.com/TLoTf9kFFt
#PrincepalSingh makes history 🙌
— NBAIndia (@NBAIndia) August 18, 2021
Becomes the first Indian in NBA history to be part of a championship roster at any level of the NBA 🏆
Read more 👉https://t.co/a7luQNKFQU pic.twitter.com/QL0NTD41nP
২০১৪ সালের পর ফের এনবিএ চ্যাম্পিয়ন হল সাকরামেন্টো। সেখানে ইতিহাস গড়লেন এক ভারতীয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy