Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
PV Sindhu

তিন ধাপ নামলেন সিন্ধু, ব্যাডমিন্টন ক্রমতালিকায় কত নম্বরে ভারতীয় তারকা?

ব্যাডমিন্ডনের ক্রমতালিকায় মহিলাদের সিঙ্গলসে পতন হয়েছে পিভি সিন্ধুর। এক ধাক্কায় তিন ধাপ নেমে গিয়েছেন ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকা।

PV Sindhu

পিভি সিন্ধু। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৭:৪৫
Share: Save:

চলতি বছর ভাল যাচ্ছে না পিভি সিন্ধুর। ব্যাডমিন্টনের ক্রমতালিকায় আরও নেমেছেন তিনি। প্রকাশিত নতুন তালিকায় তিন ধাপ নেমে ১৫ নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী তারকার পয়েন্ট ৫১,০৭০। চলতি সপ্তাহে কানাডা ওপেন সুপার ৫০০ খেলতে নামবেন সিন্ধু। সেখানে ভাল ফল করলে ক্রমতালিকায় কিছুটা উন্নতি হতে পারে সিন্ধুর।

গত বছর অগস্ট মাসে কমনওয়েলথ গেমসে চলাকালীন গোড়ালিতে চোট পান সিন্ধু। চোট নিয়ে খেলেই সোনা জেতেন তিনি। তার পর প্রায় পাঁচ মাস কোর্টের বাইরে ছিলেন তিনি। কোর্টে ফিরেও খুব একটা ভাল ছন্দে নেই সিন্ধু। চলতি বছর তাঁর ভাল পারফরম্যান্স মাদ্রিদ স্পেন মাস্টার্স সুপার ৩০০-র ফাইনাল ও মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০-র সেমিফাইনালে ওঠা। বাকি প্রতিযোগিতাগুলিতে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকাকে।

২০১৮ সালে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জেতেন সিন্ধু। সেই বছরই কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। ২০১৯ সালে জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন সিন্ধু। ২০১৬ সালে রিয়ো ডি জেনেইরোতে রুপো ও ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন তিনি। সুশীল কুমারের পরে সিন্ধু দ্বিতীয় ভারতীয় যাঁর অলিম্পিক্সে দু’টি পদক আছে।

মহিলাদের ক্রমতালিকায় সবার উপরে রয়েছেন জাপানের আকানে ইয়ামাগুচি। তাঁর পয়েন্ট ১,০৩,৭১৭। ভারতের আর এক তারকা সাইনা নেহওয়াল রয়েছেন ৩০ নম্বরে। তাঁর পয়েন্ট ৩৫,৪০০। গত কয়েক বছর ভাল খেলতে পারছেন না সাইনা। তাই ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে গিয়েছেন তিনি।

পুরুষদের ক্রমতালিকায় প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয়। অষ্টম স্থানে রয়েছেন তিনি। তাঁর পয়েন্ট ৬৭,৬৭৭। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য সেন ১৯ (৪৮,৭০১) ও কিদম্বি শ্রীকান্ত ২০ (৪৮,০৩৩) নম্বরে রয়েছেন। তালিকায় শীর্ষে রয়েছেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁর পয়েন্ট ১,০১,২০৫।

অন্য বিষয়গুলি:

PV Sindhu badminton Ranking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy