Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Smriti Mandhana

মন্ধানাদের দাপটে চেনা ছন্দে ফিরল ভারতীয় দল

দুই ভারতীয় ওপেনারের যুগলবন্দিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল ভারত।

স্মৃতি মন্ধনা। —ফাইল চিত্র

স্মৃতি মন্ধনা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৮
Share: Save:

দুরন্ত শেফালি বর্মা-স্মৃতি মন্ধানা। দুই ভারতীয় ওপেনারের যুগলবন্দিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল ভারত।

শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ওভারেই দীপ্তি শর্মার বলে অরুন্ধতী রেড্ডির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান অ্যালিসা হিলি। ১৬ রানে হর্লিন দেওয়লের বলে স্মৃতির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেথ মুনি। ২২ বলে ৩৭ রান করে দীপ্তির বলে স্মৃতির হাতে ক্যাচ দিয়ে আউট হন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ৫৭ বলে ৯৩ করে অ্যাশলে গার্ডনার প্যাভিলিয়নে ফেরেন রাধা যাদবের বলে দীপ্তির হাতে ক্যাচ দিয়ে। ১০ বলে ১৩ রান করে এলিসে পেরি এলবিডব্লিউ হন রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে। অপরাজিত থাকেন র‌্যাচেল হেন্স (১১) ও সোফি মলিনিউক্স (১)। ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৩ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন শেফালি। ২৮ বলে ৪৯ রান করে আউট হন তিনি। ৪৮ বলে ৫৫ রান করে এলবিডব্লিউ হন স্মৃতি। ভারতের দুই ওপেনার ৮৫ রান যোগ করেন স্কোর বোর্ডে। ১৯ বলে ৩০ রান করেন জেমাইমা রদ্রিগেস। অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত (২০ বলে ২০) ও দীপ্তি (৪ বলে ১১)। ১৯.৯ ওভারেই তিন উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতের মহিলা দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE