ভারতীয় মহিলা হকি দল। ফাইল চিত্র।
এশিয়া কাপ হকি
ভারত ৯ সিঙ্গাপুর ১
চব্বিশ ঘণ্টা আগে জাপানের কাছে হারের যন্ত্রণা মুছে ফেলে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল ভারতীয় মহিলা হকি দল। সোমবার তারা ৯-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ চারের ছাড়পত্র নিশ্চিত করে ফেলল। সঙ্গে বিশ্বকাপ হকিতে খেলার সুযোগও নিশ্চিত করে ফেলেন গুরজিতরা।
সোমবার শুরু থেকে আক্রমণের ঝড় তোলেন ভারতের মেয়েরা। বিরতির সময়েই ম্যাচের ফল দাঁড়ায় ৫-০। ছয় মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন মনিকা। দুই মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান বন্দনা কাতারিয়া। দুই গোলের পরেই ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় দলের খেলোয়াড়েরা। হ্যাটট্রিক করেন গুরজিৎ কৌর। পরে ফের গোল করেন মনিকা। জোড়া গোল পেয়েছেন জ্যোতিও। ম্যাচের শেষ গোল তাঁরই। এ ছাড়া একটি গোল করেন মারিয়ানা কুজ়ুর।
ম্যাচের পরে ভারতীয় দলের অধিনায়ক সবিতা বলেছেন, “জাপানের কাছে হারের পরে ঠিক করেছিলাম, ম্যাচের প্রথম মিনিট থেকে ঝাঁপিয়ে পড়তে হবে।
সেটাই হয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy