করোনা আক্রান্ত ক্রুণাল পাণ্ড্য। ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি ২০ ম্যাচ বাতিল। বুধবার সেই ম্যাচ হতে পারে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই। ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ায় পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবের ইংল্যান্ড যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে বুধবার দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলা হতে পারে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের ম্যাচ বাতিল। বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে বুধবার খেলা হতে পারে।' ভারতীয় অলরাউন্ডার করোনা আক্রান্ত হওয়ায় দুই দলকেই নিভৃতবাসে পাঠানো হয়েছে।
Second T20 International between India and Sri Lanka postponed after all-rounder Krunal Pandya tests positive for COVID-19
— Press Trust of India (@PTI_News) July 27, 2021
ইংল্যান্ডে ভারতের টেস্ট দলে যোগ দেওয়ার কথা পৃথ্বী এবং সূর্যকুমারের। সোমবার ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হলে তাঁরা ইংল্যান্ড উড়ে যাবেন। তবে দলের একজন করোনা আক্রান্ত হওয়ায় সেই সিদ্ধান্তে বদল হয় কি না নজর থাকবে সেই দিকে।
প্রথম টি ২০ ম্যাচে জিতে সিরিজে ১-০ এগিয়ে আছে ভারত। একদিনের সিরিজেও জিতেছেন শিখর ধবনরা।