শুক্রবার তৃতীয় একদিনের ম্যাচে ছ’টি পরিবর্তন করেছিল ভারত। এর মধ্যে অভিষেক হয়েছিল পাঁচজনের। ১৯৮০-র পর এক ম্যাচে এতজন ভারতীয়ের অভিষেক আগে হয়নি।
প্রতি ম্যাচে দু’একজন নতুন মুখকে সুযোগ না দিয়ে কেন এক ম্যাচে এতজন নতুনকে নামানো হল তা নিয়ে প্রশ্ন উঠছিল। ম্যাচের পর সেই উত্তর দিয়েছেন অধিনায়ক শিখর ধবন।
বলেছেন, “প্রত্যেকের অভিষেক হওয়ায় আমি খুশি। কারণ ওরা সকলে অনেকদিন ধরে নিভৃতবাসে ছিল। অনেকেরই একটু বিরতির দরকার ছিল। সিরিজ আগেই আমাদের দখলে চলে এসেছিল বলে এই ম্যাচে সবাইকে নামানোর সুযোগ কাজে লাগিয়েছি।”
🎥 🎥: That moment when the 5⃣ ODI debutants received their #TeamIndia cap!👏 👏 #SLvIND@IamSanjuSamson | @NitishRana_27 | @rdchahar1 | @Sakariya55 | @gowthamyadav88 pic.twitter.com/1GXkO13x5N
— BCCI (@BCCI) July 23, 2021
হারের ব্যাখ্যা করতে গিয়ে ধবন বলেছেন, “ম্যাচকে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারিনি। নতুন ক্রিকেটাররা খেলেছে। শুরুটা ভাল হয়েছিল। কিন্তু মাঝের ওভারগুলিতে উইকেট হারানোই চাপে ফেলে দিল। শেষ দিকে আরও ৫০ রান দরকার ছিল আমাদের।”
শেষ ম্যাচে হারলেও অধিনায়ক ধবন একইরকম আত্মবিশ্বাসী। বলেছেন, “কোথায় ভুল হয়েছে সেগুলি পর্যালোচনা করে দ্রুত শুধরে নিতে হবে। টি২০ সিরিজের দিকে তাকিয়ে আছি। ওই সিরিজে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই।”