রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র
একদিনের সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হারতে হয়েছে। সামনে টি২০ সিরিজ। সেখানেও যে ভারতীয় দল কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে, তা বলাই যায়। এমন অবস্থায় রাহুল দ্রাবিড়ের থেকেই পরামর্শ নিলেন দাসুন শনকা।
তৃতীয় একদিনের ম্যাচে বৃষ্টির জন্য খেলা কিছু ক্ষণ বন্ধ থাকে। বৃষ্টি থামলে মাঠে একসঙ্গে দেখা যায় ভারতীয় দলের প্রশিক্ষক এবং শ্রীলঙ্কার অধিনায়ককে। সেই সময় দ্রাবিড়ের থেকে পরামর্শ নেন শনকা। ম্যাচটি জিতেও যায় শ্রীলঙ্কা।
শুধু ভারতীয় দল নয়, বিপক্ষের খেলোয়াড়দের কাছে দ্রাবিড়ের গ্রহণযোগ্যতা কতটা, তা স্পষ্ট এই ঘটনাতেই। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ককে সামনে পেয়ে তাঁর থেকে পরামর্শ নেওয়ার সুযোগ ছাড়তে চাননি শ্রীলঙ্কার অধিনায়কও।
প্রথমে ব্যাট করে ২২৫ রানে শেষ হয়ে যায় ভারত। বৃষ্টির জন্য ৪৭ ওভার খেলা হওয়ার কথা ছিল। শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ২২৭ রান। ৩৯ ওভারেই সেই তুলেন শনকারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy