হাসরঙ্গকে নিয়ে উচ্ছ্বাস। টুইটার
সহজেই জয় পেল শ্রীলঙ্কা। ৭ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ জিতল তারা
১২ ওভারের শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেট হারিয়ে ৫৬ রান শ্রীলঙ্কার
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে শ্রীলঙ্কা। বল করছেন কুলদীপ।
মিনোদ ভানুকাকে সাজঘরে ফেরালেন চাহার। ৩৫ রানে ২ উইকেট হারাল শ্রীলঙ্কা।
২৩ রানে প্রথম উইকেট পড়ল শ্রীলঙ্কার। উইকেট পেলেন রাহুল চাহার
৪ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ২০ রান করেছে শ্রীলঙ্কা।
শুরু থেকেই দেখে খেলছে শ্রীলঙ্কা। লক্ষ্য সহজ তাই উইকেটে টিকে থেকে রান তুলতে চাইছে তারা। ২ ওভার শেষে তাদের রান বিনা উইকেটে ৫।
আট উইকেটে ৮১ রানে ইনিংস শেষ হল ভারতের। কুলদীপ যাদব অপরাজিত থাকলেন ২৩ রানে।
দুর্দান্ত বল করছেন হাসরঙ্গ। চার উইকেট নিয়েছেন তিনি। আট উইকেট পড়ে গেল ভারতের।
১৫ ওভার শেষে ৫৫ রানে ছয় উইকেট খুইয়ে ফেলল ভারত।
ধরে বখেলে সম্মানজনক স্কোর করতে চাইছেন কুলদীপ ও ভুবনেশ্বর কুমার
৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। সাজঘরে পৌঁছে গিয়েছেন ভারতের সব স্বীকৃত ব্যাটসম্যান।
দাসুন শানাকা নিজের বলেই বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরলেন। আউট নীতীশ রানা। ৩৭ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকছে ভারত।
উইকেট পড়ছে রানও আসছে না ভারতের।
পরপর উইকেট খুইয়ে যাচ্ছে ভারত। ক্রিজে এলেন ভুবনেশ্বর কুমার।
Wanindu Hasaranga's twin strikes has the visitors reeling!
— ICC (@ICC) July 29, 2021
are 29/4 after 6 overs. #SLvIND | https://t.co/mYciWl62Z7 pic.twitter.com/djOl5ixWRN
একের পর এক উইকেট পড়ছে ভারতের। ২৪ রানে ৩ উইকেট ভারতের।
শুরুতেই দুই উইকেট খুইয়ে সমস্যায় ভারত। ধবনের পর এলবি ডাব্লিউ হলেন পাড়িক্কলও।
ক্রিজে রয়েছেন দেবদত্ত পাড়িক্কল ও ঋতুরাজ গায়কোয়াড়।
ধবন ফেরার পর ব্যাট করতে নেমেছেন দেবদত্ত পাড়িক্কল।
ভাল শুরু শ্রীলঙ্কার। প্রথম ওভারেই আউট অধিনায়ক ধবন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy