তৃতীয় দিনে উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস ইশান্ত শর্মার। ছবি: পিটিআই
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে পঞ্চম দিন খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার একটি বলও খেলা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। মঙ্গলবার সকালের দিকে মেঘ কেটে গিয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে ইংল্যান্ডের আবহাওয়া দফতর।
প্রথম দিন এবং চতুর্থ দিন কোনও খেলা হয়নি। বৃষ্টির জন্য প্রায় ভেস্তে যেতে বসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন অবস্থায় আশার আলো দেখাল ইংল্যান্ডের আবহাওয়া দফতর। তারা জানায়, “মঙ্গলবার সকালের দিকে ধীরে ধীরে মেঘ কেটে যাবে। রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে হাওয়া দেবে। তবে বৃষ্টির সম্ভবনা রয়েছে।”
তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০১ রান। ভারতের থেকে ১১৬ রানে পিছিয়ে রয়েছেন কেন উইলিয়ামসনরা। পঞ্চম এবং ষষ্ঠ দিনে খেলা হলে ম্যাচে ফলের আশা করতেই পারে দুই দল। তবে কম আলো এবং বৃষ্টি ফের বাধা হয়ে দাঁড়ায় কি না সেই দিকে নজর থাকবে সকলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy