Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Virat Kohli

WTC Final 2021: ফাইনালের আগে আইসিসি ক্রম তালিকায় পিছিয়ে গেলেন কোহলী, উইলিয়ামসন

বোলাদের মধ্যে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি।

বিরাট কোহলী ও কেন উইলিয়ামসন

বিরাট কোহলী ও কেন উইলিয়ামসন ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৭:৩০
Share: Save:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কেন উইলিয়ামসনকে টপকে আইসিসি ক্রম তালিকায় এক নম্বরে উঠে এলেন স্টিভ স্মিথ। একধাপ নামলেন বিরাট কোহলীও। তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে আসতে হল ভারতীয় দলের অধিনায়ককে। তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ষষ্ঠ স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন ঋষভ পন্থ। সপ্তম স্থানেই রয়েছেন রোহিত শর্মা।

বোলাদের মধ্যে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি। প্রথম দশে আর কোনও ভারতীয় বোলার না থাকলেও একাদশ স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যাট কমিন্স। ৮৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন টিম সাউদি।

অল রাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাডেজা। তাঁর পয়েন্ট ৩৮৬। শীর্ষে আছেন জেসন হোল্ডার। চতুর্থ স্থানে রয়েছেন অশ্বিন। তাঁর পয়েন্ট ৩৫৩।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE