জার্সি বদল করতে যাচ্ছেন বুমরা টুইটার
রোদ-বৃষ্টির খেলায় হয়ত বারবার জার্সি খুলতে-পরতে হচ্ছে। যশপ্রীত বুমরাও বোধ হয় সেই কারণে ভুল জার্সি পরে মাঠে নেমে পড়েছিলেন। একটা ওভারও দিব্যি ওই ভুল জার্সি পরে বলও করে গেলেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড পঞ্চম দিন তখন প্রথম ইনিংসে ব্যাট করছে। হঠাৎ বুমরাকে দেখা যায়, যে জার্সি পরে বল করছেন, তার সামনে বড় বড় করে স্পনসরের নাম লেখা। এটা ভারতীয় দলের নিয়মিত জার্সি। যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসি আয়োজিত প্রতিযোগিতা, এখানে এই জার্সি পরে নামার নিয়ম নেই। আইসিসি-র যেকোনও প্রতিযোগিতায় জার্সির সামনে দেশের নাম বড় করে লেখা থাকে। সেই কারণে বিরাট কোহলিদের প্রত্যেকের জার্সির সামনে লেখা রয়েছে ‘ইন্ডিয়া’।
নিজের ভুল বুঝতে পেরে বুমরা সেই ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাজঘরে গিয়ে জার্সি বদলান। তারপর সঠিক জার্সি পরে মাঠে নামেন।
Bumrah running back to dressing room to change the jersey after the first over. #INDvNZ pic.twitter.com/IsJo04UO83
— Johns. (@CricCrazyJohns) June 22, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy