জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করল ভারত। আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে দিল ভারতের ছোটরা। শুরুটা খুব ভাল না হলেও শেষ পর্যন্ত লড়াই করার মতো একটা জায়গায় পৌঁছে গেছিল ভারতের রান। আয়ারল্যান্ডের সামনে ২৬৯ রানের লক্ষ্যমাত্রা রাখতে সক্ষম হয়েছিল সুন্দর, সরফরাজরা। বোলারদের দাপটে সহজেই জয়ের রাস্তা খুঁজে নেয় ভারত। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নড়ে গেল টুর্নামেনেটের অন্যতম ফেভারিট ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারত মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের। যে আয়ারল্যান্ড টুর্নামেন্ট শুরুর মাস খানেক আগেও জানত না বিশ্বকাপে তারা খেলতে পারবে কি না। সেই দেশই যথেষ্ট বেগ দিচ্ছে ভারতকে। অধিনায়ক-সহ পরপর উইকেট হারিয়ে বেশ চাপে দ্রাবিড়ের ছেলেরা। চার উইকেট দ্রুত হারানোর পর সরফরাজের ব্যাটে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ভারত। ৭৪ রানে সরফরাজ আউট হয়ে ফের ব্যাকফুটে ভারত। দেখুন সেই ম্যাচের লাইভ আপডেট।
• ভারতের হয়ে তিন উইকেট নিলেন রাহুল বাথাম। জোড়া উইকেট আবেশ খান ও মাহিপাল লমরোর।
• অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭৯ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে ভাল শুরু ভারতের।
• ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৯ রানে শেষে আয়ারল্যান্ডের ইনিংস।
• ৫৭ রানে ব্যাট করছেন টাকার। ৪৯ ওভারে আয়ারল্যান্ডের রান ১৮৯/৯।
• কোনও রান না করে লোমোরের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন জোশুয়া লিটল।
• নবম উইকেট আয়ারল্যান্ডের।
• ৪৭ ওভারে আয়ারল্যান্ড ১৮০/৮।
• অষ্টম উইকেট পতন।
• সপ্তম উইকেট। আবার আবেশ খানের বলে। এবার আরমান জাফরকে ক্যাচ দিয়ে ফিরলেন বরুণ চোপরা।
• ৪৬ ওভারে আয়ারল্যান্ড ১৭৭/৬।
• ষষ্ঠ উইকেট আয়ারল্যান্ডের। তিন রান করে আবেশ খানের বলে সরফরাজ খানকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন হ্যারি টেক্টর।
• লরকান টাকার অপরাজিত ৫০।
• ৪৪ ওভারের শেষে আয়ারল্যান্ড ১৬৪/৫।
• একটা সময় ৪৬ রানে চার উইকেট হারিয়ে সমস্যায় পরে যাওয়া আয়ারল্যান্ডের হাল ধরলেন টাকার ও ম্যাক ক্লিনটস্ক।
• ৪১ ওভারে আয়ারল্যান্ড ১৫৯/৫।
• জিশান আনসারির বলে স্ট্যাম্প আট হয়ে ফিরলেন ম্যাক ক্লিনটক। ৫৮ রান করলেন তিনি।
• পঞ্চম উইকেট আয়ারল্যা্ন্ডের।
• হাফ সেঞ্চুরি করলেন উইলিয়াম ম্যাক ক্লিনটক।
• ৩৯ ওভারে আয়ারল্যান্ড ১৪৩/৪।
• ৩৪ ওভার আয়ারল্যান্ড ১২৮/৪।
• ১৮ ওভারে ১৫৯ রান দরকার আইরিশদের।
• ৩২ ওভারে আয়ারল্যান্ড ১০৯/৪।
• ৩০ ওভারেৈ আয়ারল্যান্ড ৯৭/৪।
• ১৩ রানে লরকান টাকার ও ১৪ রানে উইলিয়াম ম্যাক ক্লিনটন ব্যাট করছেন।
• ২৬ ওভার আয়ারল্যান্ড ৭৬/৪।
• ২৪ ওভারে আয়ারল্যান্ড ৬৭/৪।
• ভারতীয় বোলারদের দাপটে এখনও বেশি রান তুলতে পারেনি আয়ারল্যান্ড।
• ২১ ওভারে আয়ারল্যান্ড ৫৩/৪।
• ১৮ ওভারে আয়ারল্যান্ড ৪৯/৪।
• ৩১ ওভার ছ’উইকেটে আয়ারল্যান্ডকে করতে হবে ২২০ রান।
• ১৬ ওভারে আয়ারল্যান্ড ৪৬/৪।
• সেই একই জুটি। বথামের বলে ভুইকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন গ্যারি ম্যাক ক্লিনটক।
• চতুর্থ উইকেট তুলে নিল ভারত।
• ১৪ ওভারে আয়ারল্যান্ড ৩৯/৩।
• তৃতীয় উইকেট পেল ভারত। ২০ রানে ফিরলেন ডেনিসন। রাহুল বথামের বলে রিকি ভুইকে ক্যাচ দিলেন তিনি।
• ৮ ওভারে আয়ারল্যান্ড ২০/২।
• ৪ ওভারে আয়ারল্যান্ড ১২/২।
• দ্বিতীয় সাফল্য ভারতের। এক রান করে প্যাভেলিয়নে ফিরলেন জ্যাক টেক্টর।
• ৩ ওভারে আয়ারল্যান্ড ৫/১।
• রান আউট দোহেনি। ব্যাক্তিগত চার রান করেই প্যাভেলিয়নে ফিরলেন তিনি। রান আউট করলেন ইশান কিষান।
• দ্বিতীয় ওভারে আয়ারল্যান্ড ৫/০।
• প্রথম ওভারে খাতা খুলতে ব্যর্থ আয়ারল্যান্ড।
• ব্যাট করতে নামল অায়ারল্যান্ড। ওপেন করতে এলেন জ্যাক টেক্টর ও স্টিফেন দোহেনি।
• ৫০ ওভারের শেষে ভারত ২৬৮/৯।
• ৪৯ ওভারে ভারত ২৬০/৮।
• ৩৬ রান করে আউট হলেন জিশান আনসারি।
• ২৫০ রানে পৌঁছল ভারত।
• ৪৭ ওভারে ভারত ২৪০/৭।
• ৪৬ ওভারে ভারত ২৩০/৭।
• ১৭ রান করে প্যাভেলিয়নে ফিরলেন মহিপাল লোমরোর।
• ১১ রানে ব্যাট করছেন জিশান আনসারি।
• ৪৩ ওভারে ভারত ২১৪/৬।
• হাফ সেঞ্চুরি করলেন ওয়াশিংটন সুন্দর।
• ৪১ ওভারে ভারত ২০৩/৬। সুন্দর ৪৮ রানে অপরাজিত।
• ২০০ পেরলো ভারতের স্কোর।
• ৩৯ রানে ভারত ১৯১/৬। ৪১ রানে অপরাজিত সুন্দর।
• ভারতের ষষ্ঠ উইকেটের পতন। ১৭ রানে আউট হলেন মাহিপাল।
• ৩৫ ওভারে ভারত ১৬৫/৫
• ড্রিঙ্কসের পরের ওভারেই ৭৪ আউট হলেন সরফরাজ।
• ৩০ ওভারে ভারত ১২৪/৪। সরফরাজ ৫৩, সুন্দর ১৬ রানে অপরাজিত
• হাফ সেঞ্চুরি করলেন সরফরাজ।
• ক্যাচ পড়ল সরফরাজ খানের। ২৯ ওভারে ভারত ১২০/৪
• ২৫ ওভারে ভারত ৯১/৪
• ২০ ওভারে ভারত ৬৪/৪
• ১৭ ওভারে ভারত ৫৬/৪
• মাত্র চার রান করে আউট হলন আরমান জাফর।
• ১৫ ওভারে ভারত ৫২/৩
• ফের উইকেট হারাল ভারত। ৩৯ রানে আউট রিকি ভুঁই।
• ১২ ওভারে ভারত ৪৬/২
• ১২তম ওভারে ছ’রানে আউট অন্য ওপেনার রিষভ পন্থ।
• ১০ ওভারে ভারত ৩৯/১
• এক ওভারের শেষে ভারত ২/১।
• প্রথম ওভারেই আউট অধিনায়ক ইশান কিষাণ। তৃতীয় বলে শূন্য রানে আউট হলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy