অজিঙ্ক রহাণে। ফাইল ছবি
ওভালে বেশিরভাগ ভারতীয় ব্যাটসম্যানই রান পেয়েছেন। বোলার শার্দূল ঠাকুর জোড়া অর্ধশতরান করেছেন। সেখানেও অজিঙ্ক রহাণের ব্যাটে রানের খরা। ভারতের সহ-অধিনায়ককে নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে সমর্থকদের মনে। তবে দলকে পাশে পেলেন রহাণে। রবিবার ম্যাচের পর ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলে দিয়েছেন, রহাণের খারাপ ফর্ম নিয়ে তাঁরা চিন্তিত নন।
ইংল্যান্ড সফরে পাঁচ ইনিংসে এখনও রহাণের মোট রান ১০০ পেরোয়নি। মাত্র একটি অর্ধশতরান রয়েছে। এই টেস্টে দু’টি ইনিংসেই পাঁচের বদলে ছয়ে নামানো হয়েছে তাঁকে।
রহাণের ফর্ম নিয়ে তাঁরা চিন্তায় কিনা, সে প্রশ্নে রাঠৌর বলেছেন, “এখনও পর্যন্ত নয়। আগেও বলেছি, দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললে মাঝে মাঝে এরকম সময় আসে যখন ব্যাটে রানের খরা দেখা দেয়। দল হিসেবে সেই সময় ওই ব্যাটসম্যানদের যতটা সম্ভব সমর্থন জোগানোই আমাদের দায়িত্ব। পুজারার ক্ষেত্রেও আগে দেখেছি। সুযোগ পেয়েছে এবং প্রত্যাবর্তন ঘটিয়েছে। দুটো ভাল ইনিংস খেলেছে।”
Woakes on 🔥
— Sony Sports (@SonySportsIndia) September 5, 2021
Traps Rahane in front to severely dent India's charge.
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! 📺#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Rahane #Woakes pic.twitter.com/6i3egQaaQv
রাঠৌরের সংযোজন, “রহাণেও ঠিক ছন্দে ফিরবে। এখনও ও ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। তাই আমার মনে হয় না এখনই ওকে নিয়ে চিন্তার কোনও কারণ রয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy